Logo
×

Follow Us

ইউরোপ

নিজ দেশে ভ্রমণ করলে আশ্রয় মর্যাদা বাতিল করবে গ্রিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫১

নিজ দেশে ভ্রমণ করলে আশ্রয় মর্যাদা বাতিল করবে গ্রিস

গ্রিসে আশ্রয়প্রাপ্ত শরণার্থীরা যদি নিজ দেশে ভ্রমণ করেন, তাহলে তাদের আশ্রয় মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়। ৩০ অক্টোবর গ্রিক সংবাদপত্র কাথিমেরিনি এই তথ্য প্রকাশ করে, যা ইনফো মাইগ্রেন্টস ৩১ অক্টোবর প্রতিবেদন আকারে তুলে ধরে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, কেউ যদি নির্যাতন বা নিপীড়নের কারণে নিজ দেশ থেকে পালিয়ে গ্রিসে আশ্রয় পান এবং পরে সেই দেশেই সফর করেন, তাহলে ধরে নেওয়া হবে তিনি আর ঝুঁকির মুখে নেই। ফলে তার আশ্রয় মর্যাদা স্থগিত বা বাতিলের প্রক্রিয়া শুরু হবে।

এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, শরণার্থী মর্যাদা পাওয়ার মূল ভিত্তি হলো নিজ দেশে নিরাপত্তাহীনতা। যদি কেউ সেই দেশে ফিরে যান, তাহলে তার আশ্রয় দাবির যৌক্তিকতা হারায়।

এদিকে, ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ডও আশ্রয়প্রার্থীদের নিজ দেশ বা তৃতীয় দেশে ভ্রমণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আত্মীয়ের মৃত্যু বা জরুরি পরিস্থিতিতে বিশেষ অনুমতির ভিত্তিতে ভ্রমণের সুযোগ থাকবে। ২২ অক্টোবর সুইস সরকার জানিয়েছে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি থেকে এই নীতিমালা চূড়ান্তভাবে কার্যকর হবে।

শরণার্থীদের জন্য সামাজিক সুবিধা কমানোর পরিকল্পনাও নিয়েছে গ্রিস। অভিবাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, আশ্রয় সুবিধার বাজেট প্রায় ৩০ শতাংশ কমিয়ে ৪০০ মিলিয়ন ইউরো থেকে ২৮৮ মিলিয়ন ইউরো করা হচ্ছে। হেলিওস আবাসন কর্মসূচির আওতায় ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।

৬ অক্টোবর গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস এবং গ্রোথফান্ডের নির্বাহী পরিচালক প্যানাগিওতিস স্ট্যাম্পুলিদিস অভিবাসন পরিষেবা সংক্রান্ত একটি নতুন চুক্তিতে সই করেন। মন্ত্রী জানান, শরণার্থীদের ভর্তুকির পরিবর্তে কাজের সুযোগ ও প্রশিক্ষণের মাধ্যমে অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, “যাকে গ্রিসে আশ্রয় দেওয়া হবে, তিনি আর ইউরোপীয় করদাতাদের ভর্তুকির উপর নির্ভর করতে পারবেন না।” এথেন্স শহরের কেন্দ্রস্থলে থাকা আবাসনগুলো বাজারে ছেড়ে দেওয়া হবে এবং আর্থিক সহায়তা ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে মৌলিক প্রয়োজন পূরণে সীমিত রাখা হবে।

Logo