Logo
×

Follow Us

ইউরোপ

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৫

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। ২৮ অক্টোবর দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হয়। এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)।

দৈনিক বণিক বার্তার প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই ইউরোপে যাওয়ার উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাবাসিতদের অনুরোধ জানানো হয়েছে, যেন তারা তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেন, যাতে ভবিষ্যতে কেউ এমন বিপদে না পড়েন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছে মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসনপ্রাপ্ত নাগরিককে দেওয়া হয়েছে পথখরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা। তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরো বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করছে। মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা।

এই প্রত্যাবাসন কার্যক্রম প্রমাণ করে, আন্তর্জাতিক সহযোগিতা ও রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব। তবে মানব পাচার রোধে আরো কঠোর নজরদারি, আইনি পদক্ষেপ এবং জনসচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Logo