Logo
×

Follow Us

ইউরোপ

১৫০ দিনে ইতালির ফ্যামিলি ভিসা ইস্যু বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৩

১৫০ দিনে ইতালির ফ্যামিলি ভিসা ইস্যু বাধ্যতামূলক

ইতালি সরকার ফ্যামিলি ভিসা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে নতুন অধ্যাদেশ জারি করেছে। এই অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ১৫০ দিনের মধ্যে ইস্যু করা বাধ্যতামূলক। ফলে সময়মতো পরিবারের সদস্যদের ইতালিতে আনার পথ সহজ হলো প্রবাসীদের জন্য।

সময় টিভি জানায়, বাংলাদেশি অভিবাসীদের অভিযোগ ছিল, ফ্যামিলি ভিসার আবেদন দীর্ঘদিন ধরে অকারণে আটকে রাখা হয়, যার ফলে তারা পরিবারকে সঙ্গে রাখতে পারেন না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমালোচনা চলছিল। অবশেষে ইতালি সরকার বিষয়টি আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন নিয়মে আরো একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে, যেসব অভিবাসী ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন, তারা প্রমাণ দিতে পারলে এক বছরের অবস্থানের অনুমতি পাবেন। একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরাও, যদি তারা প্রতারণার শিকার হন এবং তা প্রমাণ করতে পারেন।

ইতালি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই বলছেন, এটি তাদের পরিবারকে নিরাপদে ও স্থায়ীভাবে সঙ্গে রাখার সুযোগ তৈরি করবে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, কারণ এটি অভিবাসন ব্যবস্থাকে আরো মানবিক ও কার্যকর করে তুলবে।

ইতালিতে বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসায় এসে নানা কারণে অবৈধভাবে অবস্থান করছেন। নতুন নিয়ম অনুযায়ী, যারা প্রতারণার শিকার হয়েছেন এবং তা প্রমাণ করতে পারবেন, তাদের জন্য সর্বোচ্চ এক বছরের বৈধতার অনুমতিপত্র দেওয়ার সুযোগ থাকবে।

Logo