Logo
×

Follow Us

ইউরোপ

পর্তুগালে সবচেয়ে সস্তায় বাড়ি কেনা যাবে যেসব জায়গায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩২

পর্তুগালে সবচেয়ে সস্তায় বাড়ি কেনা যাবে যেসব জায়গায়

দেশটির চারটি পৌরসভায় মাত্র ৩০ হাজার ইউরোর কম খরচে বাড়ি কেনা সম্ভব হয়েছে। যেখানে সারাদেশে বাড়ির দাম বাড়ছে, সেখানে কিছু অভ্যন্তরীণ অঞ্চলে এখনো তুলনামূলকভাবে কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে।

পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (INE) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত ১২ মাসে পর্তুগালে বাড়ি বিক্রির গড় মূল্য ছিল প্রতি বর্গমিটারে ১৯২৩ ইউরো, যা আগের বছরের তুলনায় ১৫.৮% বেশি। তবে ৩০৪টি পৌরসভার মধ্যে মাত্র ৫২টি জায়গায় এই গড় মূল্য বা তার বেশি দাম দেখা গেছে। অর্থাৎ বেশির ভাগ জায়গায় ১০০ বর্গমিটারের বাড়ি ১ লাখ ৯২ হাজার ৩০০ ইউরোর কমে কেনা সম্ভব।

এই ১০টি সস্তা পৌরসভা মূলত দেশের অভ্যন্তরে অবস্থিত, যেমন- ব্রাগান্সা, ভিলা রিয়াল, গুয়ার্ডা, ভিসেউ, কাস্তেলো ব্রাঙ্কো, কোইম্ব্রা ও সান্তারেম।

- ফিগুইরা দি ক্যাস্টেলো রড্রিগো (গুয়ার্ডা): প্রতি বর্গমিটার মাত্র ২০৩ ইউরো অর্থাৎ ১০০ মিটার বাড়ি মাত্র ২০ হাজার ৩০০ ইউরো  

- সের্নানচেলে (ভিসেউ): ২৬৪ ইউরো প্রতি স্কয়ার মিটার

- আলমেইদা (গুয়ার্ডা): ২৯৬ ইউরো প্রতি স্কয়ার মিটার 

- ভিমিওসো (ব্রাগান্সা): ২৯৯ ইউরো প্রতি স্কয়ার মিটার 

এই চারটি জায়গায় ১০০ বর্গমিটারের বাড়ি ৩০ হাজার ইউরোর কমে কেনা সম্ভব হয়েছে।

আরো কিছু জায়গা যেখানে বাড়ির দাম ৩৫ হাজার ইউরোর আশপাশে:

- পাম্পিলোসা দি সেরা

- ম্যাকা

- ভিনাইস

- মন্টেগাস

- ইদানহা আ নোভা

- মেসাও ফ্রিও

ফারো জেলার পাঁচটি পৌরসভা- Loulé, Lagos, Aljezur, Albufeira, Vila do Bispo; সবচেয়ে দামি তালিকায় রয়েছে।  

Logo