Logo
×

Follow Us

ইউরোপ

তুরস্ক উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ১৪ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৫১

তুরস্ক উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ১৪ জনের মৃত্যু

তুরস্কের পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নৌকাটি তুরস্কের আইভালিক শহরের উপকূলে ডুবে যায়। এটি গ্রিসের লেসবস দ্বীপের দিকে যাচ্ছিল।

তুরস্কের কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৭ জন অভিবাসী ছিলেন। উদ্ধার অভিযান চালিয়ে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন। তাদের সন্ধানে উদ্ধারকারী দল সমুদ্র ও আকাশপথে তল্লাশি চালাচ্ছে।

নৌকাটি কীভাবে ডুবে গেল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী ও খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। অভিবাসীরা মূলত যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতা থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিতে চেয়েছিলেন।

তুরস্ক ও গ্রিসের মধ্যবর্তী সমুদ্রপথ অভিবাসীদের জন্য একটি বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। প্রতি বছর হাজার হাজার মানুষ এই পথ দিয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রাণ হারান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত শতাধিক অভিবাসী এই পথে প্রাণ হারিয়েছেন।

তুরস্ক সরকার জানিয়েছে, তারা অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, নিরাপদ ও বৈধ অভিবাসন পথ না থাকায় মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পথে পাড়ি জমাচ্ছে।

এই দুর্ঘটনা আবারো প্রমাণ করে, অভিবাসন সংকট শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক সংকটও। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং শরণার্থীদের জন্য সহায়ক নীতিমালা তৈরি করা।

Logo