যুক্তরাজ্যে উচ্চশিক্ষিত তরুণদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল’ (HPI) ভিসা। এই ভিসার মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ব্যক্তিরা যুক্তরাজ্যে চাকরির অফার ছাড়াই বসবাস ও কাজ করতে পারবেন।
এই ভিসা মূলত এমন ব্যক্তিদের জন্য, যারা গত পাঁচ বছরের মধ্যে নির্দিষ্ট তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। আবেদনকারীদের যুক্তরাজ্যে কাজ করার জন্য কোনো স্পন্সর বা চাকরির অফার লাগবে না। তারা স্বাধীনভাবে চাকরি খুঁজতে পারবেন, ব্যবসা শুরু করতে পারবেন বা ফ্রিল্যান্স কাজ করতে পারবেন।
এইচপিআই ভিসার মেয়াদ সাধারণত স্নাতক ডিগ্রিধারীদের জন্য দুই বছর এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য তিন বছর। তবে এই ভিসা থেকে সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি (ILR) পাওয়া যায় না। ভিসার মেয়াদ শেষে চাইলে অন্য কোনো উপযুক্ত ভিসায় রূপান্তর করা যেতে পারে।
আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং আবেদন ফি ও স্বাস্থ্য সারচার্জ পরিশোধ করতে হবে। এছাড়া আবেদনকারীদের অবশ্যই যুক্তরাজ্যের হোম অফিসের তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে হবে। এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।
এইচপিআই ভিসার মাধ্যমে যুক্তরাজ্য চায় বৈশ্বিক প্রতিভাবান তরুণদের আকৃষ্ট করতে, যারা দেশটির অর্থনীতি, গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখতে পারেন। এটি যুক্তরাজ্যের অভিবাসন নীতির একটি অংশ। এর ফলে দক্ষ ও উচ্চশিক্ষিত কর্মীদের জন্য সহজতর সুযোগ তৈরি করা হচ্ছে।
logo-1-1740906910.png)