Logo
×

Follow Us

ইউরোপ

চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে নতুন জীবন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৫২

চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে নতুন জীবন শুরু

যুক্তরাষ্ট্রের বাসিন্দা এক নারী চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে গিয়ে নতুন জীবন শুরু করেছেন- এমনই এক ব্যতিক্রমী গল্প উঠে এসেছে সিএনএনের প্রতিবেদনে। প্রযুক্তির সহায়তায় জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী ওই নারী যুক্তরাষ্ট্রে চাকরি ও জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। তিনি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, “আমি কোথায় গেলে ভালো থাকব?” চ্যাটজিপিটি তার জীবনধারা, পছন্দ, বাজেট ও ভাষাজ্ঞান বিশ্লেষণ করে ফ্রান্সের একটি ছোট শহরের নাম সাজেস্ট করে।

এরপর তিনি চ্যাটজিপিটির সহায়তায় ভিসা প্রক্রিয়া, বাসস্থান খোঁজা, স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন। এমনকি চ্যাটজিপিটি তাকে স্থানীয় ভাষা শেখার জন্য অনলাইন কোর্সের পরামর্শও দেয়।

ফ্রান্সে গিয়ে তিনি একটি ছোট ক্যাফেতে কাজ শুরু করেন এবং স্থানীয়দের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তার ভাষায়, “চ্যাটজিপিটি শুধু তথ্য দেয়নি, আমাকে সাহসও দিয়েছে।” তিনি জানান, প্রযুক্তির সহায়তায় তার জীবনযাত্রা অনেক সহজ হয়েছে এবং তিনি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু তথ্য বা উত্তর দেওয়ার মাধ্যম নয়, বরং এটি জীবনযাত্রার পরিকল্পনায়ও সহায়ক হতে পারে। চ্যাটজিপিটির মতো এআই টুল এখন শুধু প্রযুক্তিপ্রেমীদের নয়, সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআইর এই ব্যবহার ভবিষ্যতে আরো বিস্তৃত হবে। ভ্রমণ, অভিবাসন, শিক্ষা, চাকরি; সব ক্ষেত্রেই এআই মানুষের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

Logo