Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপে নতুন ড্রাইভিং লাইসেন্স নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৪

ইউরোপে নতুন ড্রাইভিং লাইসেন্স নিয়ম

ইউরোপীয় পার্লামেন্ট নতুন ড্রাইভিং লাইসেন্স নিয়ম অনুমোদন করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য দেশগুলোতে চালু হবে। এই নিয়মের ফলে ১৭ বছর বয়সী তরুণরা অভিজ্ঞ চালকের সঙ্গে গাড়ি চালানোর অনুমতি পাবেন এবং ডিজিটাল লাইসেন্স ব্যবহারের সুযোগ তৈরি হবে। পর্তুগালের জনপ্রিয় পত্রিকা দ্য পর্তুগাল নিউজ এ সংবাদ প্রকাশ করে।

নতুন নিয়ম অনুযায়ী:

- ১৭ বছর বয়সীরা ক্যাটাগরি বি লাইসেন্স (প্যাসেঞ্জার গাড়ি) নিতে পারবেন, তবে ১৮ বছর না হওয়া পর্যন্ত অভিজ্ঞ চালকের সঙ্গে গাড়ি চালাতে হবে।

- নতুন চালকদের জন্য দুই বছরের প্রবেশন পিরিয়ড থাকবে, যেখানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সিটবেল্ট না পরা বা শিশু নিরাপত্তা ব্যবস্থা না মানলে কঠোর শাস্তি দেওয়া হবে।

- পেশাদার চালকের সংকট মোকাবিলায় ১৮ বছর বয়সীরা ট্রাক (ক্যাটাগরি সি) এবং ২১ বছর বয়সীরা বাস (ক্যাটাগরি ডি) চালানোর লাইসেন্স নিতে পারবেন, যদি তারা প্রফেশনাল কম্পিটেন্স সার্টিফিকেট পান। না হলে যথাক্রমে ২১ ও ২৪ বছর বয়সে লাইসেন্স নিতে হবে।

ডিজিটাল লাইসেন্সের সুবিধা:

নতুন নিয়মে মোবাইল ফোনে ব্যবহারযোগ্য ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু হচ্ছে, যা ইইউতে ফিজিক্যাল কার্ডের পরিবর্তে প্রধান ফরম্যাট হিসেবে ব্যবহৃত হবে।

প্রশিক্ষণ ও পরীক্ষা:

লাইসেন্স পরীক্ষায় এখন থেকে ব্লাইন্ড স্পট, ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, দরজা খোলার নিরাপদ পদ্ধতি এবং ফোন ব্যবহারের সময় মনোযোগ বিচ্যুতির ঝুঁকি সম্পর্কে প্রশ্ন থাকবে।

লাইসেন্সের মেয়াদ:

- মোটরসাইকেল ও গাড়ির লাইসেন্স ১৫ বছর মেয়াদি হবে, তবে জাতীয় পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হলে মেয়াদ ১০ বছর করা যেতে পারে।

- ট্রাক ও বাসের লাইসেন্স ৫ বছর মেয়াদি হবে।

- ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য মেয়াদ কমিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা রিফ্রেশার কোর্স বাধ্যতামূলক করা হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও তথ্য বিনিময়:

প্রথমবার লাইসেন্স নিতে বা নবায়নের সময় চোখ ও হৃদরোগ সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। ইইউ দেশগুলোর মধ্যে লাইসেন্স বাতিল, স্থগিত বা সীমিত করার তথ্য বিনিময়ের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে অন্য দেশে বেপরোয়া চালনা রোধ করা যায়।

এই নিয়ম ইইউর অফিসিয়াল জার্নালে প্রকাশের ২০ দিন পর কার্যকর হবে। সদস্য দেশগুলোকে তিন বছরের মধ্যে জাতীয় আইনে রূপান্তর করতে হবে এবং পরবর্তী এক বছরে বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে।

Logo