Logo
×

Follow Us

ইউরোপ

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প ২৫-২৬ অক্টোবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:২০

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প ২৫-২৬ অক্টোবর

পর্তুগালের ভিলা নোভা দে মিলফন্টেস এবং আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস লিসবন আগামী শনিবার ও রোববার ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প পরিচালনা করবে। দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পটি অনুষ্ঠিত হবে সেন্ট্রো কমার্শিয়াল, ভিলা নোভা দে মিলফন্টেসে। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে। এ সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট, কনস্যুলার সনদ, পাওয়ার অব অ্যাটর্নি, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

যারা পাসপোর্ট ডেলিভারি নিতে আগ্রহী তাদের আগামী ২৪ অক্টোবর দুপুর ২টার মধ্যে ডেলিভারি স্লিপ নম্বর ও নাম এসএমএসের মাধ্যমে জানাতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর দুটি হলো:

মো. সাহাবুদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা: ০০৩৫১-৯২৮৪২১৩২২
মো. সাব্বির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা: ০০৩৫১৯৩১৩৬১৬৮০ (হোয়াটসঅ্যাপ)

দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতকৃত পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করেননি, তারা যেন এই ক্যাম্পের সুযোগ গ্রহণ করে তা সংগ্রহ করেন।

এই ক্যাম্পের মাধ্যমে প্রবাসীদের কনস্যুলার সেবা সহজতর ও সময়োপযোগী করতে চায় বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের সুবিধার্থে নিয়মিতভাবে এমন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও দূতাবাস সূত্রে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগ প্রবাসীদের প্রশাসনিক জটিলতা কমাতে এবং সেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Logo