সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে মতবিনিময়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:১৭
বাংলাদেশ দূতাবাস স্টকহোমে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।
সভায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশনার তার বক্তব্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের চলমান উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটাররা অনলাইনের মাধ্যমে তাদের পোস্টাল ব্যালট কোথায় যাচ্ছে, তা ট্র্যাক করতে পারবেন। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
সুইডেনে বসবাসরত বাংলাদেশিরা যাতে সহজে এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা পান, সে বিষয়ে কমিশন কাজ করছে বলেও জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, “প্রবাসীদের অংশগ্রহণ ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়।”
রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দূতাবাস নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচার-প্রচারণা চালাবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”
সভায় অংশগ্রহণকারীরা প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
logo-1-1740906910.png)