উচ্চশিক্ষার খবর
যুক্তরাজ্যের অক্সফোর্ড আবারো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৭
টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ২০২৬ এ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড টানা নবমবারের মতো বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে।
র্যাঙ্কিংয়ে অক্সফোর্ড গবেষণার মান, শিক্ষার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনমূলক সাফল্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৮.২ স্কোর অর্জন করেছে, যা অক্সফোর্ডকে রেখেছে শীর্ষে। আবার যুক্তরাজ্যের মধ্যেও এটি সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব ধরে রেখেছে।
র্যাঙ্কিং তালিকায় যুক্তরাজ্যের আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ও প্রশংসনীয় অবস্থানে রয়েছে। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ যুক্তরাজ্যে দ্বিতীয় ও বিশ্বে পঞ্চম স্থানে, আর ইম্পেরিয়াল কলেজ লন্ডন স্থান পেয়েছে বিশ্বের শীর্ষ দশের মধ্যে। এসব প্রতিষ্ঠান তাদের গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক সাফল্যের কারণে সারা পৃথিবীতে সম্মানজনক অবস্থান ধরে রেখেছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ উন্মুক্ত। তবে ভর্তি হতে হলে উচ্চ একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষায় দক্ষতা এবং বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যোগ্য প্রস্তুতি থাকলে অক্সফোর্ডসহ যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা।
logo-1-1740906910.png)