
২০২৩ সালের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে মাসিক গড় আয় তালিকায় পর্তুগালের অবস্থান এখন ১৯তম। আগের বছরের তুলনায় এটি এক ধাপ নিচে নেমেছে। এবার পর্তুগালকে ছাড়িয়ে গেছে লাটভিয়া, তথ্যটি প্রকাশ করেছে দ্য পর্তুগাল নিউজ।
পর্তুগালের প্রত্যেক করদাতা ২০২৩ সালে গড়ে মাসে ১ হাজার ১৫৫ ইউরো আয় করেছেন। লিসবন মেট্রোপলিটন অঞ্চলে এই আয় সবচেয়ে বেশি, প্রায় ১ হাজার ৩৭৫ ইউরো। অন্যদিকে সবচেয়ে কম আয় দেখা গেছে তামেগা ই সোউসা অঞ্চলে, মাত্র ৮৮৩ ইউরো। সবচেয়ে বেশি আয়কারী পৌরসভা হলো ওইরাস, যেখানে গড় আয় ১ হাজার ৬৩৭ ইউরো।
২০২৩ সালে পর্তুগালে প্রায় ১.৮ মিলিয়ন মানুষ এমন পরিবারে বাস করছেন, যেখানে একজন প্রাপ্তবয়স্কের মাসিক আয় ৬৩২ ইউরোর নিচে। ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৭ শতাংশ, যা ২০২৩ সালে কিছুটা কমে ১৬.৬ শতাংশে দাঁড়িয়েছে। তবে কিছু শ্রেণির মধ্যে দারিদ্র্য বেড়েছে।
পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ২১.১ শতাংশ বয়স্ক নাগরিক দারিদ্র্যসীমার নিচে বাস করছেন, যা ২০২২ সালে ছিল ১৭.১ শতাংশ। প্রতি পাঁচজনের একজন বয়স্ক ব্যক্তি হয় একা থাকেন এবং আয় ৬৩২ ইউরোর নিচে, অথবা দরিদ্র পরিবারের সদস্য।
একক অভিভাবক পরিবার এবং একা বসবাসকারী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। একা থাকা ব্যক্তিদের দারিদ্র্য হার ২০২২ সালের ২৪.৯ শতাংশ থেকে বেড়ে ২০২৩ সালে হয়েছে ২৮.৬ শতাংশ। বেকারদের মধ্যে ৪৪ শতাংশের আয় দারিদ্র্যসীমার নিচে। অবসরপ্রাপ্তদের দারিদ্র্য হারও বেড়েছে, ১৫.৪ শতাংশ থেকে ১৯.৬ শতাংশে।
লাটভিয়া এখন পর্তুগালের চেয়ে বেশি গড় আয় অর্জন করছে। তালিকার শীর্ষে রয়েছে লুক্সেমবার্গ ও ডেনমার্ক। এই চিত্র পর্তুগালের জন্য একটি সতর্কবার্তা, যেখানে আয় কম, দারিদ্র্য বেশি, এমনকি সামাজিক নিরাপত্তা ঝুঁকির মুখে।