Logo
×

Follow Us

ইউরোপ

ওয়ান ফর ওয়ান মডেলে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫২

ওয়ান ফর ওয়ান মডেলে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

ইতালি সরকার বাংলাদেশসহ কয়েকটি দেশের সঙ্গে অভিবাসন ব্যবস্থাপনায় নতুন একটি কৌশল গ্রহণ করেছে। এই কৌশল অনুযায়ী, যদি কোনো দেশ অনিয়মিতভাবে ইতালিতে অবস্থানরত একজন অভিবাসীকে নিজ দেশে ফেরত নেয়, তাহলে ইতালি সেই দেশ থেকে নিয়মিত পথে একজন অভিবাসীকে গ্রহণ করবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘ওয়ান ফর ওয়ান’ মডেল। এমন তথ্য জানিয়েছে ইনফো মাইগ্র্যান্টস।

ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, অনিয়মিত অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং বৈধ অভিবাসন উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইতালি এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে করে অনিয়মিত অভিবাসনের প্রবণতা কমবে এবং বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ইতালিতে প্রায় ১ লাখের বেশি বাংলাদেশি অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অনিয়মিতভাবে অবস্থান করছেন। অনেকেই কাজের সন্ধানে বা রাজনৈতিক আশ্রয়ের আশায় অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেন, কিন্তু পরে কাজ বা বৈধতা না পেয়ে সংকটে পড়েন।

এই নতুন মডেলের আওতায় বাংলাদেশ সরকার যদি ইতালিতে অবস্থানরত অনিয়মিত একজন অভিবাসীকে ফেরত নেয়, তাহলে ইতালি সেই দেশের একজন বৈধ অভিবাসীকে শ্রম বা পারিবারিক ভিসায় গ্রহণ করবে। এতে করে দুই দেশের মধ্যে অভিবাসন ব্যবস্থাপনায় ভারসাম্য আসবে এবং অভিবাসীদের জন্য নিরাপদ ও নিয়মিত পথ উন্মুক্ত হবে।

ইতালির অভিবাসন নীতিতে এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এটি শুধু অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ নয়, বরং বৈধ অভিবাসনের জন্য একটি প্রণোদনা হিসেবেও কাজ করবে। বাংলাদেশ সরকারের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে অনিয়মিত অভিবাসীদের ফিরিয়ে আনার পাশাপাশি নিয়মিত পথে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়া।

তবে এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজন দুই দেশের মধ্যে কার্যকর সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং দূতাবাসের সক্রিয় ভূমিকা। একই সঙ্গে অনিয়মিত অভিবাসীদের শনাক্তকরণ, ফেরত পাঠানো এবং পুনর্বাসনের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এই উদ্যোগ সফল হলে, বাংলাদেশি অভিবাসীদের জন্য ইউরোপে বৈধভাবে কাজের সুযোগ বাড়বে এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি কমবে। এটি অভিবাসন ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

Logo