যুক্তরাজ্যে কাজ করতে হলে লাগবে এ-লেভেল মানের ইংরেজি দক্ষতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৩
২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে যুক্তরাজ্যে কাজ করতে আগ্রহী অভিবাসীদের জন্য ইংরেজি ভাষায় আরো কঠোর নিয়ম চালু হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, স্কিলড ওয়ার্কার, স্কেল-আপ এবং হাই পটেনশিয়াল ইনডিভিজুয়াল (HPI) ভিসার আবেদনকারীদের ইংরেজিতে এ-লেভেল মানের (B2 লেভেল) দক্ষতা থাকতে হবে। বর্তমানে এই মান ছিল জিসিএসই (B1 লেভেল) সমতুল্য।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের অভিবাসন নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য বছরে অভিবাসীর সংখ্যা এক লাখ পর্যন্ত কমিয়ে আনা। ২০২৪ সালে যুক্তরাজ্যে নিট অভিবাসন ছিল ৪ লাখ ৩১ হাজার, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০% কম।
হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেন, “এই দেশে আসতে হলে আমাদের ভাষা শিখতে হবে এবং সমাজে অবদান রাখতে হবে।” তিনি আরো বলেন, “ভাষা না জেনে এখানে এসে জাতীয় জীবনে অংশগ্রহণ না করাটা গ্রহণযোগ্য নয়।”
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের স্পিকিং, লিসেনিং, রিডিং ও রাইটিং এই চারটি বিষয়ে সরাসরি পরীক্ষা দিতে হবে হোম অফিস অনুমোদিত প্রতিষ্ঠানে। পরীক্ষার ফলাফল ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হবে।
ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, B2 লেভেল মানে হলো জটিল বিষয় বুঝতে পারা, সাবলীলভাবে কথা বলা এবং বিস্তারিতভাবে মত প্রকাশ করতে পারা।
তবে এই নিয়ম নিয়ে বিতর্কও আছে। অভিবাসন আইনজীবী আফসানা আখতার বলেন, “এ-লেভেল মানের ইংরেজি চাওয়া অন্যায়, কারণ অনেক ব্রিটিশ নাগরিকও এই মানে উত্তীর্ণ হতে পারবেন না।” তিনি মনে করেন, জিসিএসই মান যথেষ্ট, কারণ অভিবাসীরা যুক্তরাজ্যে এসে বসবাসের মাধ্যমে ভাষায় আরও দক্ষ হয়ে উঠবেন।
নতুন নিয়মে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে:
- আন্তর্জাতিক শিক্ষার্থীরা কোর্স শেষে চাকরি খোঁজার জন্য ২ বছরের পরিবর্তে ১৮ মাস সময় পাবেন (২০২৭ সাল থেকে কার্যকর)।
- শিক্ষার্থীদের মাসিক খরচের প্রমাণ দেখাতে হবে ১,১৭১ পাউন্ড (লন্ডনের বাইরে)।
- গ্লোবাল ট্যালেন্ট ভিসায় আরো বেশি পুরস্কারপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
- বিদেশি কর্মী স্পন্সর করতে ছোট প্রতিষ্ঠানের জন্য বার্ষিক চার্জ ৪৮০ পাউন্ড এবং বড় প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ৩২০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।
এই পরিবর্তনগুলো যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে আরো নিয়ন্ত্রিত, নির্বাচিত ও ন্যায্য করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
logo-1-1740906910.png)