Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্য-ফ্রান্স অভিবাসন চুক্তি বাতিলের দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৮

যুক্তরাজ্য-ফ্রান্স অভিবাসন চুক্তি বাতিলের দাবি

যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান ‘ওয়ান-ইন, ওয়ান-আউট’ অভিবাসন চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। এই চুক্তির আওতায় যুক্তরাজ্য থেকে ফ্রান্সে একজন অভিবাসী পাঠানো হলে ফ্রান্সও একজনকে যুক্তরাজ্যে ফেরত পাঠাতে পারে। মানবাধিকার কর্মীদের মতে, এই চুক্তি অভিবাসীদের অধিকার লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির ফলে অনেক অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে, যাদের নিরাপত্তা ও আশ্রয়ের প্রয়োজন রয়েছে। ফ্রান্সে আশ্রয়প্রার্থী অনেকেই যুক্তরাজ্যে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছেন, যেখানে তাদের আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই।

সংগঠনগুলো বলছে, এই চুক্তি কার্যকর করার পদ্ধতিতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং এতে মানবিক বিবেচনা প্রায় অনুপস্থিত। অনেক ক্ষেত্রে, অভিবাসীদের আইনগত সহায়তা বা আপিলের সুযোগ না দিয়েই তাদের ফেরত পাঠানো হচ্ছে। ফলে তারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।

মানবাধিকার সংগঠনগুলো ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এই চুক্তি স্থগিত করে এবং অভিবাসন ব্যবস্থায় মানবিকতা ও আন্তর্জাতিক আইনের নীতিমালা অনুসরণ করে। তারা বলছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্যের অবস্থান এবং ব্রেক্সিট-পরবর্তী অভিবাসন নীতির কারণে এই চুক্তি আরো জটিল হয়ে উঠেছে।

এদিকে, ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে এই দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি, কারণ এটি শুধু রাজনৈতিক সমঝোতা নয়, বরং হাজারো মানুষের জীবনের সঙ্গে জড়িত।

এই বিতর্ক ইউরোপে অভিবাসন নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অভিবাসন ব্যবস্থায় মানবিকতা, স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত না হলে, তা শুধু অভিবাসীদের জন্য নয়, বরং গোটা সমাজের জন্যই হুমকি হয়ে উঠতে পারে।

Logo