জার্মানিতে ফার্স্ট ট্র্যাক সিটিজেনশিপের সুযোগ বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫২
জার্মান পার্লামেন্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে- দেশটির দ্রুত নাগরিকত্ব পাওয়ার আইন বাতিল করা হয়েছে। এই আইনটি পূর্ববর্তী সরকার চালু করেছিল, যার মাধ্যমে ভালোভাবে সমাজে একীভূত অভিবাসীরা মাত্র তিন বছরে নাগরিকত্বের আবেদন করতে পারতেন। তবে বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নেতৃত্বাধীন সরকার এই সুবিধা তুলে নিয়েছে।
বুন্ডেসটাগে অনুষ্ঠিত ভোটে ৪৫০ জন সদস্য আইন বাতিলের পক্ষে ভোট দেন, বিপক্ষে ছিলেন ১৩৪ জন এবং ২ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। এই সিদ্ধান্তে বিরোধী দল AfD-এর সমর্থন থাকায় এটি সহজেই পাস হয়।
আগের SPD নেতৃত্বাধীন সরকার ২০২৪ সালে দুটি নতুন নাগরিকত্ব পথ চালু করেছিল:
সাধারণ পথ: ৮ বছরের পরিবর্তে ৫ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন, মধ্যম পর্যায়ের জার্মান ভাষা দক্ষতা ও নিজ পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার প্রমাণ।
দ্রুত পথ: মাত্র ৩ বছরের মধ্যে আবেদন, তবে এর জন্য উন্নত ভাষা দক্ষতা ও সমাজে ভালোভাবে একীভূত হওয়ার প্রমাণ প্রয়োজন।
এই দ্বিতীয় পথটি এখন বাতিল করা হয়েছে। CDU-এর নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, “জার্মান পাসপোর্ট হওয়া উচিত একীভূতকরণের শেষ ধাপ, শুরু নয়।”
সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত জার্মানির জনসংখ্যা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষ অভিবাসীদের জন্য নেতিবাচক বার্তা। গ্রিন পার্টির চেয়ারম্যান ফেলিক্স বানাসজাক বলেন, “এই পরিবর্তন ভুল বার্তা দিচ্ছে, যখন আমাদের প্রয়োজন সব ধরনের শক্তি- হোক সে তিন বছর ধরে বসবাসকারী, কিংবা তিন প্রজন্ম ধরে।”
যদিও কতজন অভিবাসী এই দ্রুত নাগরিকত্বের সুবিধা পেয়েছেন, তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে জার্মানির পাবলিক ব্রডকাস্টার ARD জানিয়েছে, আবেদনকারীর সংখ্যা ছিল খুবই কম।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
logo-1-1740906910.png)