Logo
×

Follow Us

ইউরোপ

ডেনমার্কের যে বিশ্ববিদ্যালয়গুলো নেবে না বাংলাদেশি শিক্ষার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৩

ডেনমার্কের যে বিশ্ববিদ্যালয়গুলো নেবে না বাংলাদেশি শিক্ষার্থী

ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষাগত অনিয়ম, ভিসার অপব্যবহার ও অতিরিক্ত কর্মঘণ্টার অভিযোগে একাধিক বিশ্ববিদ্যালয় কঠোর পদক্ষেপ নিয়েছে। রসকিল্ড বিশ্ববিদ্যালয় ২০২৬ সাল থেকে বাংলাদেশিদের জন্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। ক্লাসে অনুপস্থিতি ও দুর্বল পারফরম্যান্সের কারণে বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন।

আরহুস বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ফলাফল ও ড্রপ-আউট হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি সেশনে বেশির ভাগ আবেদনকারী অফার লেটার পাননি। সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয় (এসডিইউ) নন-ইইউ শিক্ষার্থীদের ভর্তি স্থগিত করেছে, বাংলাদেশিদের গণহারে রিজেকশন লেটার পাঠানো হয়েছে।

টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্ক ও ইউনিভার্সিটি অব কোপেনহেগেন সরাসরি প্রোগ্রাম বন্ধ না করলেও বাংলাদেশি ও নেপালি শিক্ষার্থীদের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং নতুন ভর্তিতে সীমাবদ্ধতা আরোপ করেছে।

ডেনিশ সরকার জানিয়েছে, শিক্ষার্থীরা ভিসার সুযোগ কাজে লাগিয়ে কাজের বাজারে প্রবেশ করছে, পরিবার নিয়ে বসবাস করছে এবং পড়াশোনা শেষে থাকার সুবিধা নিচ্ছে। এসব নীতিতে পরিবর্তন এনে তিন বছরের চাকরি খোঁজার সুযোগ, পরিবার আনার অধিকার এবং টিউশন ফি বাড়ানো হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কিছু শিক্ষার্থীর অনিয়মকে কেন্দ্র করে সবাইকে এক চোখে দেখা অনুচিত। অধিকাংশ শিক্ষার্থী মেধা ও পরিশ্রমে ডেনিশ শিক্ষাব্যবস্থায় অবদান রাখছেন। দূতাবাস ডেনমার্কের পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইতিবাচক আলোচনায় রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠক করছে।

দূতাবাস হেল্পলাইন চালু, মেন্টরশিপ প্রোগ্রাম, গণমাধ্যমে সাফল্য তুলে ধরা এবং নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদলিপি পাঠানোর উদ্যোগ নিয়েছে। তারা আশ্বস্ত করেছে, সংকটকালে বাংলাদেশি শিক্ষার্থীরা একা নন, দূতাবাস তাদের পাশে রয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Logo