Logo
×

Follow Us

ইউরোপ

ইতালিতে কাজের ভিসা ও পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:৩৮

ইতালিতে কাজের ভিসা ও পারমিট

ইতালি এখন ইউরোপে কর্মসংস্থানের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। অক্টোবর ২০২৫ থেকে ইতালির ওয়ার্ক ভিসা ও পারমিট প্রক্রিয়ায় নতুন পরিবর্তন এসেছে, যা বিদেশি কর্মীদের জন্য আবেদন সহজ করেছে। এই ভিসার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকরা বৈধভাবে ইতালিতে বসবাস ও কাজ করতে পারবেন।

ইতালির ওয়ার্ক পারমিট পেতে হলে আবেদনকারীর একটি বৈধ চাকরির অফার থাকতে হবে ইতালির কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে। সাধারণত নিয়োগদাতা ‘নুল্লা অস্তা’ নামে কাজের অনুমোদনপত্রের জন্য আবেদন করেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং ভাষাজ্ঞান থাকতে হবে। এছাড়া অপরাধমুক্ত রেকর্ড ও ইতালিতে থাকার উপযুক্ত বাসস্থানের প্রমাণ দিতে হবে।

এই ভিসার জন্য আবেদন করতে হয় অনলাইনে, নিজ দেশের ইতালিয়ান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে। নিয়োগদাতা ইতালিতে কাজের অনুমোদন পাওয়ার পর আবেদনকারীকে পাসপোর্ট, চাকরির চুক্তিপত্র, বাসস্থানের প্রমাণ, স্বাস্থ্যবীমা ও নির্ধারিত ফি জমা দিতে হয়। ভিসা অনুমোদন পাওয়ার পর ইতালিতে পৌঁছে ৮ দিনের মধ্যে ‘পারমেসো দি সোজর্নো’ নামে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয়।

ভিসা অনুমোদনের সময় সাধারণত ৩০ থেকে ৯০ দিনের মধ্যে হয়, তবে আবেদনকারীর দেশ ও কাজের ধরন অনুযায়ী সময় ভিন্ন হতে পারে। কোটার সীমা বা কাগজপত্র অসম্পূর্ণ হলে বিলম্ব হতে পারে। তাই নির্ভুলভাবে সব তথ্য ও কাগজপত্র প্রস্তুত করে আগেভাগে আবেদন করাই ভালো।

আবেদনকারীর পাসপোর্ট, পূর্ণাঙ্গ আবেদন ফর্ম, ছবি, চাকরির চুক্তিপত্র, বাসস্থানের প্রমাণ, স্বাস্থ্যবীমা, আর্থিক সামর্থ্যের প্রমাণ, অপরাধমুক্ত সনদ ও শিক্ষাগত সনদপত্র জমা দিতে হয়। নির্ভুলভাবে এসব কাগজপত্র জমা দিলে অনুমোদন প্রক্রিয়া সহজ হয়।

তথ্যসূত্র: টিমবাবাইল্ড ইট কম 

Logo