Logo
×

Follow Us

ইউরোপ

স্পেনের ভিসায় নতুন পয়েন্টভিত্তিক পরিকল্পনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫১

স্পেনের ভিসায় নতুন পয়েন্টভিত্তিক পরিকল্পনা

স্পেন সরকার নতুন একটি পয়েন্টভিত্তিক ভিসা পরিকল্পনা চালু করতে যাচ্ছে, যা দেশটিতে কাজ, পড়াশোনা বা স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী বিদেশিদের জন্য বড় সুযোগ তৈরি করবে। এই পরিকল্পনার মাধ্যমে দক্ষতা, শিক্ষা, অভিজ্ঞতা ও ভাষাজ্ঞান অনুযায়ী আবেদনকারীদের মূল্যায়ন করা হবে।

নতুন ভিসা ব্যবস্থায় আবেদনকারীদের বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হবে। যেমন- শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা, স্প্যানিশ ভাষায় দক্ষতা, বয়স এবং স্পেনের শ্রমবাজারে চাহিদাসম্পন্ন পেশায় দক্ষতা থাকলে বেশি পয়েন্ট পাওয়া যাবে। নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে পারলেই মিলবে স্পেনে কাজ বা বসবাসের অনুমতি।

এই পরিকল্পনা বিশেষভাবে উপকারে আসবে যারা ইউরোপের বাইরে থেকে স্পেনে যেতে চান। যেমন- দক্ষ পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং সৃজনশীল পেশার মানুষ। যারা আগে স্পেনে কাজের সুযোগ পেতেন না, এখন তারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

বিশ্লেষকরা বলছেন, এই পয়েন্টভিত্তিক ভিসা ব্যবস্থা স্পেনকে আরো প্রতিযোগিতামূলক ও আধুনিক অভিবাসন নীতির দিকে নিয়ে যাবে। এটি ইউরোপের অন্যান্য দেশের মতো একটি স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন কাঠামো গড়ে তুলবে।

যারা ইউরোপে কাজ বা পড়াশোনার স্বপ্ন দেখেন, তাদের জন্য স্পেনের নতুন ভিসা পরিকল্পনা হতে পারে এক নতুন দুয়ার। সঠিক প্রস্তুতি ও যোগ্যতা থাকলে এখন স্পেনে যাওয়ার পথ অনেক সহজ হতে পারে।

তথ্যসূত্র: ইউরো উইকলি নিউজ 

Logo