ফিনল্যান্ডে মৌসুমি কাজের অনুমতি: যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৮
ফিনল্যান্ডে কৃষি, বন ও পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য বিদেশি কর্মীদের জন্য রয়েছে সহজ ও স্বল্পমেয়াদি কাজের অনুমতি। ২০২৫ সালে দেশটি শ্রমিক সংকট মোকাবিলায় এই মৌসুমি কর্মসংস্থান ব্যবস্থাকে চালু করেছে। যারা স্বল্প সময়ের জন্য কাজ করতে চান, তাদের জন্য এটি একটি সহজ ও আইনি উপায়।
ফিনল্যান্ডের মৌসুমি কাজের অনুমতি দুই ধরনের:
- মৌসুমি কাজের ভিসা (Seasonal Work Visa) – ৯০ দিনের কম সময়ের জন্য।
- মৌসুমি কাজের রেসিডেন্স পারমিট (Residence Permit) – ৩ থেকে ৯ মাসের জন্য।
ভিসা প্রয়োজন হলে আবেদন করতে হবে ফিনল্যান্ড দূতাবাসে। আর ভিসা ছাড়া দেশের নাগরিকরা অনলাইনে EnterFinland পোর্টালের মাধ্যমে মৌসুমি কাজের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন।
যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র:
- ফিনল্যান্ডের কোনো নিয়োগকর্তার সঙ্গে বৈধ চাকরির চুক্তি থাকতে হবে
- স্বাস্থ্যসম্মত আবাসনের ব্যবস্থা থাকতে হবে
- ন্যূনতম মাসিক বেতন প্রায় ২,৭০০ ইউরো
আবেদনপত্রে থাকতে হবে চাকরির চুক্তিপত্র, পাসপোর্ট, ছবি, আবাসনের প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য।
আবেদন পদ্ধতি:
- ভিসার জন্য আবেদন করতে হবে দূতাবাসে
- রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে EnterFinland পোর্টালে
- আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগে প্রায় ১-৩ মাস
এই অনুমতি মূলত দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য, বিশেষ করে ভারত, বাংলাদেশ, নাইজেরিয়া, ঘানা ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য উপযোগী। ফিনল্যান্ডের কৃষি খাতে ফসল তোলার মৌসুমে, বন খাতে কাঠ সংগ্রহে এবং পর্যটন খাতে পর্যটক সেবায় অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয়।
আগ্রহীরা যেন চাকরির চুক্তি পাওয়ার পরই আবেদন শুরু করেন এবং যথাযথ কাগজপত্র প্রস্তুত রাখেন। সময়মতো আবেদন না করলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।
তথ্যসূত্র: ট্রাভেলোবিজ
logo-1-1740906910.png)