Logo
×

Follow Us

ইউরোপ

বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫

বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

আলবেনিয়া তাদের শ্রমবাজারে দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে বৃহস্পতিবার আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান।

প্রেসিডেন্ট বেগাজ বলেন, “আমাদের দেশে কর্মীর প্রয়োজন। ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে।” তিনি আরো জানান, পর্যটনসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে আলবেনিয়ার দক্ষিণ উপকূলীয় অঞ্চল বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে।

অধ্যাপক ইউনূস আলবেনিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আলবেনিয়া সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান, কারণ বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য দিল্লি যেতে হয়।

জবাবে প্রেসিডেন্ট বেগাজ জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি তিনি উচ্চপর্যায়ের সরকারি সফর ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বলেন, বাংলাদেশ চিকিৎসক, নার্স, কারখানা শ্রমিক ও কৃষিকর্মীসহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় জনশক্তি সরবরাহে সক্ষম। তিনি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এছাড়া প্রেসিডেন্ট বেগাজ জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের শ্রমবাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আলবেনিয়ার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় নতুন সুযোগ তৈরি হবে।

তথ্যসূত্র: বাসস 

Logo