ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স স্কলারশিপ ২০২৬

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০

ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয় (UEF) ২০২৬ সালের সেপ্টেম্বর সেশনের জন্য আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। সম্পূর্ণ ইংরেজি ভাষায় পরিচালিত এই কোর্সগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ব্যবসা, অর্থনীতি, স্বাস্থ্য বিজ্ঞান, বনবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, শিক্ষা, মানবিক, আইন, ভাষাবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানসহ নানা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সাধারণত মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে দুই বছর সময় লাগে এবং শিক্ষার্থীরা বিশ্বব্যাপী পেশাগত বা গবেষণাভিত্তিক ক্যারিয়ারে অগ্রসর হতে প্রস্তুত হন।
বিশ্ববিদ্যালয়টি নিয়মিত আন্তর্জাতিক ইভেন্ট, ওয়েবিনার ও শিক্ষা মেলা আয়োজন করে, যেখানে আগ্রহী শিক্ষার্থীরা প্রতিনিধি ও ছাত্র-অ্যাম্বাসেডরদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ফিনল্যান্ডে পড়াশোনা ও ক্যারিয়ার সম্পর্কে ধারণা নিতে পারেন।
এই শরৎকালীন সিজনে UEF বিভিন্ন দেশে সরাসরি ও অনলাইনে শিক্ষার্থী সংযোগ কার্যক্রম চালাবে। এর মধ্যে রয়েছে EAIE শিক্ষা মেলা (সেপ্টেম্বর ২০২৫, সুইডেন), a2 এডুকেশন ফেয়ার (অক্টোবর ২০২৫, তুরস্ক) এবং নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ফিলিপাইনে আঞ্চলিক মিটআপ। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে অনলাইন ওয়েবিনারেও অংশ নেওয়ার সুযোগ থাকবে।
ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত দেশের বাইরের শিক্ষার্থীদের জন্য বার্ষিক টিউশন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ইউরো। তবে এই ফি পুরো কোর্স মেয়াদে অপরিবর্তিত থাকবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে টিউশন ওয়েভার ও স্কলারশিপের সুযোগ।
▪ আবেদনযোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের পূর্ণকালীন ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র: ডিগ্রি সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাসপোর্টের কপি এবং ইংরেজি, ফিনিশ বা সুইডিশ ছাড়া অন্য ভাষায় হলে অফিসিয়াল অনুবাদ।
- অতিরিক্ত কাগজপত্র: রেফারেন্স লেটার, সিভি, মোটিভেশন লেটার (প্রোগ্রামভিত্তিক)।
- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ বাধ্যতামূলক।
যারা ব্যাচেলরের শেষ সেমিস্টারে রয়েছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে তাদের চূড়ান্ত কাগজপত্র ৩০ জুলাই ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।
উচ্চমানের শিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্ন পূরণে UEF হতে পারে একটি আদর্শ গন্তব্য। বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ওয়েবিনারগুলোতে অংশগ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: DAAD Scholarship