যুক্তরাজ্যে অভিবাসীদের পিআরের সুযোগ বাতিল করবে রিফর্ম পার্টি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০

যুক্তরাজ্যের রাজনৈতিক দল রিফর্ম ইউকে আগামী সাধারণ নির্বাচনে জয়ী হলে অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার (Indefinite Leave to Remain - ILR) বাতিল করার পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে পাঁচ বছর যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসের পর অভিবাসীরা ILR-এর জন্য আবেদন করতে পারেন, যা তাদের স্থায়ীভাবে বসবাস, কাজ এবং সামাজিক সুবিধা পাওয়ার অধিকার দেয়।
রিফর্ম ইউকে জানিয়েছে, ILR-এর পরিবর্তে অভিবাসীদের প্রতি পাঁচ বছর পর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। দলটির দাবি, এই পরিকল্পনার মাধ্যমে কয়েক দশকে ২৩৪ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে, যদিও এই হিসাব নিয়ে বিতর্ক রয়েছে।
দলের নীতিনির্ধারক জিয়া ইউসুফ বলেন, “সস্তা বিদেশি শ্রমের যুগ শেষ। যারা সম্পূর্ণভাবে কল্যাণ ব্যবস্থার ওপর নির্ভরশীল, তারা সুবিধা হারালে স্বেচ্ছায় দেশ ছাড়বে। যারা ছাড়বে না, তাদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে।"
এই পরিকল্পনার অংশ হিসেবে রিফর্ম ইউকে শুধু ব্রিটিশ নাগরিকদের জন্য কল্যাণ সুবিধা সীমিত করারও ঘোষণা দিয়েছে। তারা বলছে, ব্রেক্সিটের পর “বোরিসওয়েভ” নামে পরিচিত ৩.৮ মিলিয়ন অভিবাসীর মধ্যে অনেকেই শিগগিরই ILR-এর জন্য যোগ্যতা অর্জন করবেন, যা তারা ঠেকাতে চায়।
সরকারের একজন মুখপাত্র এই পরিকল্পনাকে “গিমিক” বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, তারা ইতোমধ্যে অভিবাসীদের কল্যাণ সুবিধা সীমিত করার বিষয়ে পরামর্শ নিচ্ছেন। বর্তমানে বিদেশি নাগরিকদের ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয়, যা ১০ বছরে বাড়ানোর চিন্তা করা হচ্ছে।
লেবার পার্টি জানিয়েছে, রিফর্ম ইউকে যে ২৩৪ বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের হিসাব দিয়েছে, তা থ্যাচার-প্রতিষ্ঠিত থিংক ট্যাংক ‘সেন্টার ফর পলিসি স্টাডিজ’-এর একটি প্রতিবেদন থেকে নেওয়া, যা পরবর্তী সময়ে বাজেট দপ্তরের চ্যালেঞ্জে বাতিল হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের শ্রমশক্তির ৯০ শতাংশই আন্তর্জাতিক অভিবাসী, যাদের ভিসা পুনরায় নবায়ন করতে হয়। রিফর্ম ইউকে বলছে, যুক্তরাজ্যকেও সেই মডেলে যেতে হবে।
এই ঘোষণায় অভিবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কারণ এটি তাদের স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পাওয়ার পথকে কঠিন করে তুলতে পারে।
তথ্যসূত্র: বিবিসি