Logo
×

Follow Us

ইউরোপ

ট্যালেন্টদের নিয়ে টানাটানি: যুক্তরাষ্ট্রে বাড়তি ফি, যুক্তরাজ্যে ফ্রি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯

ট্যালেন্টদের নিয়ে টানাটানি: যুক্তরাষ্ট্রে বাড়তি ফি, যুক্তরাজ্যে ফ্রি

যুক্তরাজ্য সরকার বিশ্বসেরা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক ও একাডেমিকদের আকর্ষণে ভিসা নীতিতে বড় ধরনের ছাড় দেওয়ার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বে গঠিত “গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স” ইতোমধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে। লক্ষ্য- যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক মেধাবীদের সহজে দেশটিতে নিয়ে আসা।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনায় বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের জন্য ভিসা ফি সম্পূর্ণ বাতিল করার চিন্তা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড এবং স্বাস্থ্য সারচার্জ হিসেবে বছরে ১,০৩৫ পাউন্ড দিতে হয়, যা আবেদনকারী ছাড়াও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য।

যুক্তরাজ্য ২০২০ সালে গ্লোবাল ট্যালেন্ট ভিসা চালু করে, যা মূলত বিজ্ঞান, প্রকৌশল, মানবিক, চিকিৎসা, ডিজিটাল প্রযুক্তি এবং সংস্কৃতি খাতে খ্যাতিমান ব্যক্তিদের জন্য প্রযোজ্য। ২০২৩ সালের জুন পর্যন্ত এক বছরে এই ভিসার আবেদন ৭৬ শতাংশ বেড়ে ৩,৯০১-এ পৌঁছেছে।

এই উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র প্রযুক্তি খাতে অভিবাসন কঠোর করছে। এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করায় অনেক মেধাবী পেশাজীবী যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। যুক্তরাজ্য সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বমানের প্রতিভা আকর্ষণের চেষ্টা করছে।

টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর ব্যবসায়িক উপদেষ্টা বরুণ চন্দ্র এবং বিজ্ঞানমন্ত্রী লর্ড প্যাট্রিক ভ্যালেন্স। তারা ভিসা প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি বজায় রাখার চেষ্টা করছেন।

বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাজ্য প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং বৈশ্বিক প্রতিভা আকর্ষণে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা পাবে। এটি যুক্তরাজ্যের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে সহায়ক হবে।

তথ্যসূত্র: Deccan Chronicle

Logo