Logo
×

Follow Us

ইউরোপ

২০২৫ সালের সেরা প্রবাসী গন্তব্য: পানামা আবারো শীর্ষে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫

২০২৫ সালের সেরা প্রবাসী গন্তব্য: পানামা আবারো শীর্ষে

প্রবাসীদের জন্য বিশ্বের সেরা গন্তব্য হিসেবে ২০২৫ সালে আবারো শীর্ষস্থান দখল করেছে মধ্য আমেরিকার দেশ পানামা। আন্তর্জাতিক জরিপ সংস্থা ‘Expat Insider’-এর বার্ষিক প্রতিবেদনে পানামা টানা দ্বিতীয়বারের মতো এই মর্যাদা অর্জন করেছে। জীবনমান, নিরাপত্তা, কর্মসংস্থান, বসবাসের সহজতা এবং প্রবাসী প্রয়োজনীয়তা; এই পাঁচটি মানদণ্ডে পানামা শীর্ষ তিনে অবস্থান করেছে।

জরিপ অনুযায়ী, পানামায় বসবাসরত ৯৪ শতাংশ প্রবাসী তাদের জীবন নিয়ে সন্তুষ্ট, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। এমনকি ৩৫ শতাংশ প্রবাসী জানিয়েছেন তারা চিরকাল পানামায় থাকতে চান, যেখানে বৈশ্বিক গড় মাত্র ২৪ শতাংশ।

পানামার রাজধানী পানামা সিটি প্রবাসীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। ঐতিহাসিক এলাকা কাসকো ভিয়েহোতে রয়েছে রঙিন প্লাজা, শিল্প গ্যালারি এবং চমৎকার স্থাপত্য। পানামার বিখ্যাত কফি উপভোগ করতে চাইলে এখানেই রয়েছে অসংখ্য ক্যাফে। যারা নতুন কোনো শখে মেতে উঠতে চান, তাদের জন্য সান্তা কাতালিনা উপকূলীয় শহরটি আদর্শ—বিশ্বমানের সার্ফিংয়ের সুযোগ রয়েছে এখানে। তবে নতুনদের জন্য প্লায়া এল এস্তেরো-তে শুরু করাই ভালো।

তবে পানামার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন, পরিবেশবান্ধব পণ্য ও সেবা, গাড়ির জন্য অবকাঠামো এবং অনলাইন সরকারি সেবার প্রাপ্যতা কিছুটা দুর্বল। জরিপে এসব বিষয়ে পানামার অবস্থান যথাক্রমে ৩২তম, ৩০তম এবং ৩০তম। কিন্তু এসব ছোটখাটো অসুবিধা প্রবাসীদের সামগ্রিক সন্তুষ্টিকে প্রভাবিত করছে না।

পানামার এই সাফল্য শুধু প্রাকৃতিক সৌন্দর্য বা আবহাওয়ার কারণে নয়, বরং এর বন্ধুত্বপূর্ণ সংস্কৃতি, সহজ বসবাস, এবং কর্মসংস্থানের সুযোগ প্রবাসীদের আকৃষ্ট করছে। যারা বিদেশে নতুন জীবন শুরু করতে চান, তাদের জন্য পানামা এখন এক স্বপ্নের ঠিকানা।

২০২৫ সালের Expat Insider জরিপে শীর্ষ দশ দেশের তালিকায় আরো রয়েছে কলম্বিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, স্পেন এবং মালয়েশিয়া।

বিশ্বজুড়ে প্রবাসীদের অভিজ্ঞতা ও সন্তুষ্টির ভিত্তিতে তৈরি এই তালিকা নতুন গন্তব্য বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। আর পানামার টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন প্রমাণ করে, দেশটি শুধু পর্যটনের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি বসবাসের জন্যও আদর্শ।

তথ্যসূত্র: টাইম আউট নিউজ

Logo