Logo
×

Follow Us

ইউরোপ

‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতিতে অটল যুক্তরাজ্য সরকার: লিজ কেনডাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২

‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতিতে অটল যুক্তরাজ্য সরকার: লিজ কেনডাল

যুক্তরাজ্য সরকার ঘোষিত বিতর্কিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ অভিবাসন চুক্তি শেষ মুহূর্তের আইনি বাধা সত্ত্বেও বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী লিজ কেনডাল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হলেও সরকার চুক্তি বাস্তবায়নে অটল রয়েছে।

এই চুক্তির আওতায় যুক্তরাজ্যে একজন অভিবাসীকে আশ্রয় দিলে সমপরিমাণ একজনকে রুয়ান্ডায় পাঠানো হবে। সরকারের দাবি, এটি অভিবাসন ব্যবস্থাকে “সুষম ও কার্যকর” রাখার একটি উপায়। তবে মানবাধিকার সংগঠনগুলো এই নীতিকে “নিষ্ঠুর” এবং “অমানবিক” বলে অভিহিত করেছে।

লিজ কেনডাল বলেন, “আমরা আইনি প্রক্রিয়া মেনে চলছি এবং আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তবে এই চুক্তি বাস্তবায়ন হবে- এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট”। তিনি আরো বলেন, “অবৈধ অভিবাসন রোধে আমাদের এই পদক্ষেপ জরুরি”।

প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে এক অভিবাসন সংস্থা আদালতে আবেদন করে, যাতে রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়। আদালত আপাতত নিষেধাজ্ঞা জারি করলেও সরকার বলছে এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাধা নয়।

মানবাধিকার কর্মীরা বলছেন, এই চুক্তির ফলে অনেক অভিবাসী পরিবার বিচ্ছিন্ন হবে এবং তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। ব্রিটিশ বার কাউন্সিলসহ একাধিক আইনজীবী সংগঠন এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রুয়ান্ডা সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী অভিবাসীদের নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে। তবে বাস্তব অভিজ্ঞতা বলছে, পূর্ববর্তী অভিবাসন চুক্তিগুলোর বাস্তবায়নে নানা জটিলতা দেখা গেছে।

এই চুক্তি নিয়ে ব্রিটিশ রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে। বিরোধী দলগুলো বলছে, এটি শুধু অভিবাসন নয়, বরং যুক্তরাজ্যের আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতিরও লঙ্ঘন। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত থাকলেও সরকার এর বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Logo