Logo
×

Follow Us

ইউরোপ

স্কলারশিপ আপডেট

ফুলফান্ডেড কমনওয়েলথ পিএইচডি স্কলারশিপ ২০২৬-২৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬

ফুলফান্ডেড কমনওয়েলথ পিএইচডি স্কলারশিপ ২০২৬-২৭

বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী গবেষক ও শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পিএইচডি করার দারুণ সুযোগ এনে দিয়েছে ফুলফান্ডেড কমনওয়েলথ পিএইচডি স্কলারশিপ ২০২৬-২৭। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পূর্ণ টিউশন ফি ছাড়, মাসিক স্টাইপেন, বাসস্থান, যাতায়াত খরচ, ফিল্ডওয়ার্ক ও গবেষণার খরচসহ নানা সুযোগ-সুবিধা পাবেন। 

নির্বাচিতরা লন্ডনে পড়াশোনা করলে মাসিক ১ হাজার ৭৮১ পাউন্ড এবং লন্ডনের বাইরে পড়াশোনা করলে ১ হাজার ৪৫২ পাউন্ড ভাতা দেওয়া হবে। এছাড়া যাতায়াতের বিমান ভাড়া, দেশে ফিরতে হলে সফরের খরচ, শীতকালীন পোশাকের ভাতা, স্ত্রী/স্বামী ও সন্তানের জন্য অতিরিক্ত সহায়তা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

স্কলারশিপটি ছয়টি থিমের অধীনে প্রদান করা হয়। যেমন- উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, জনস্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করা, বিশ্বশান্তি ও সুশাসন জোরদার করা, সংকটে সহনশীলতা বৃদ্ধি এবং অ্যাকসেস ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

বাংলাদেশের শিক্ষার্থীরা আগেও এই স্কলারশিপ পেয়েছেন এবং তারা গবেষণা উন্নয়ন, স্বাস্থ্য, প্রযুক্তি ও সমাজবিজ্ঞান খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক, শরণার্থী বা ব্রিটিশ প্রোটেক্টেড পারসন হতে হবে। আবেদনকারীর অনার্সে কমপক্ষে আপার সেকেন্ড ক্লাস অথবা সেকেন্ড ক্লাস এবং অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এছাড়া যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সুপারভাইজারের সমর্থনপত্র থাকতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাবনাসহ অন্তত দুটি রেফারেন্স লেটার এবং নাগরিকত্ব কিংবা শরণার্থী প্রমাণপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে ইংরেজি ভাষায় প্রমাণপত্র সাধারণত বাধ্যতামূলক নয়, তবে কিছু বিশ্ববিদ্যালয় তা চাইতে পারে।

আবেদনের জন্য প্রার্থীকে নিজ দেশের ন্যাশনাল মনোনয়ন সংস্থা, যেমন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা অনুমোদিত এনজিও কিংবা চ্যারিটির মাধ্যমে মনোনয়নের আবেদন করতে হবে এবং একই সঙ্গে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অনলাইন পোর্টালে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২৫। আর নির্বাচিতদের ফল জুলাই ২০২৬-এ প্রকাশিত হবে এবং নির্বাচিত প্রার্থীরা সেপ্টেম্বর ২০২৬ থেকে যুক্তরাজ্যে তাদের পিএইচডি প্রোগ্রাম শুরু করতে পারবেন।

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন

https://www.opportunitiescircle.com/commonwealth-phd-scholarships/?utm_source=larapush&utm_medium=notification&utm_campaign=637 

Logo