লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে ১ লাখ ১০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭

যুক্তরাজ্যে অভিবাসন ইস্যু ঘিরে উত্তেজনা আরো বেড়েছে। শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে অভিবাসনবিরোধী কর্মী টমি রবিনসনের ডাকে আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ শীর্ষক বিক্ষোভে অংশ নেয় প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ। ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা হাতে তারা অভিবাসনবিরোধী স্লোগান দিতে দিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, অনুমোদিত মিছিলের পথ হোয়াইটহল এলাকায় অতিরিক্ত ভিড় সামলাতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয়। সংঘর্ষে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপি পরে ছিলেন। মার্কিন ও ইসরায়েলি পতাকাও দেখা গেছে। সমাবেশে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে নানা স্লোগানও দেওয়া হয়।
একই সময়ে পাল্টা বিক্ষোভে অংশ নেয় ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ নামের সংগঠন, যেখানে প্রায় ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ দুই পক্ষকে আলাদা রাখতে সক্ষম হলেও সংঘর্ষ এড়ানো যায়নি।
টমি রবিনসন, যার আসল নাম স্টিফেন ইয়াক্সলে-লেনন, সমাবেশে বলেন, “আজকের দিনটি গ্রেট ব্রিটেনে একটি সাংস্কৃতিক বিপ্লবের স্ফুলিঙ্গ”। ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন ইলোন মাস্কও, যিনি ব্রিটিশ রাজনীতিতে রবিনসনসহ ডানপন্থি নেতাদের সমর্থন জানান এবং সরকার পরিবর্তনের আহ্বান করেন।
ব্রিটেনে অভিবাসন এখন প্রধান রাজনৈতিক ইস্যু। চলতি বছর ইতোমধ্যে ২৮ হাজারের বেশি অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। অর্থনৈতিক দুর্বলতা ও আশ্রয় আবেদন বৃদ্ধির কারণে অভিবাসন নিয়ে জনমত বিভক্ত। কেউ এটিকে জাতীয় গর্বের প্রতীক বললেও অনেকে এর মধ্যে বিদেশিদের প্রতি শত্রুতার বার্তা দেখছেন।
তথ্যসূত্র: রয়টার্স