Logo
×

Follow Us

ইউরোপ

উচ্চশিক্ষা আপডেট

আমেরিকার আলাবামায় উচ্চশিক্ষা ও বৃত্তি পাওয়ার সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

আমেরিকার আলাবামায় উচ্চশিক্ষা ও বৃত্তি পাওয়ার সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে নতুন গন্তব্য হিসেবে জনপ্রিয়। বিশেষত দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনের শিক্ষার্থীদের কাছে। টাইমস্ অব ইন্ডিয়া খবরে এ তথ্য দেয়া হয়েছে। 

গত বছর ডিসেম্বরের হিসাব অনুযায়ী এই রাজ্যে বাংলাদেশি শিক্ষার্থী ৪৭৩ জন, যা একক দেশ হিসেবে চতুর্থ স্থানে বাংলাদেশ।

এই অঞ্চলে আলাবামা বিশ্ববিদ্যালয় অ্যাট বার্মিংহাম, অবার্ন বিশ্ববিদ্যালয়, আলাবামা বিশ্ববিদ্যালয়, অবার্ন বিশ্ববিদ্যালয় অ্যাট মন্টগোমারি এবং নর্থ আলাবামা বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। 

এখানে শুধু শিক্ষা নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি ও আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে, যার মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ এবং গ্র্যাজুয়েট ফেলোশিপ উল্লেখযোগ্য। যা নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন গন্তব্য হতে পারে। যদিও বর্তমান মার্কিন নীতি শিক্ষার্থীদের পক্ষে যাচ্ছে না বলে অভিযোগ আছে। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে আলাবামায় বিদেশি শিক্ষার্থীদের ব্যয় স্থানীয় অর্থনীতিতে প্রায় ৩৪৮.৬ মিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে। ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছেন, অন্যদিকে রাজ্যের অর্থনীতি ও সাংস্কৃতিক বিনিময়েও বড় ভূমিকা রাখছেন বিদেশি শিক্ষার্থীরা। 

Logo