পর্যটক বাড়াতে নতুন ফ্লাইটে ভর্তুকি দিচ্ছে স্লোভেনিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬

ইউরোপীয় সংযোগ ও পর্যটন বৃদ্ধির লক্ষ্যে নতুন ফ্লাইট চালু করতে আগ্রহী এয়ারলাইন্সগুলোকে আর্থিক ভর্তুকি দিচ্ছে স্লোভেনিয়া সরকার। দেশটির অবকাঠামো মন্ত্রণালয়ের উদ্যোগে এই ভর্তুকি কর্মসূচির আওতায় বিমান সংস্থাগুলোকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন চার্জের ৫০% পর্যন্ত ফেরত দেওয়া হবে।
এই ভর্তুকি কেবল ইউরোপিয়ান কমন এভিয়েশন এরিয়া (ECAA)-ভুক্ত দেশগুলোর এয়ারলাইন্সের জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে ইইউ সদস্য রাষ্ট্রসহ আলবেনিয়া, সার্বিয়া, আইসল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া, নরওয়ে, কসোভো ও মন্টেনিগ্রো।
ভর্তুকির আওতায় বিমান সংস্থাগুলোকে প্রথমে পূর্ণ বিমানবন্দর চার্জ পরিশোধ করতে হবে, পরে নির্দিষ্ট ইনভয়েস জমা দিয়ে ফেরত পেতে হবে। এতে নিশ্চিত করা হবে যে সংস্থাগুলো প্রকৃতভাবে ফ্লাইট পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
সরকারের লক্ষ্য ইউরোপের গুরুত্বপূর্ণ শহর- ভিয়েনা, কোপেনহেগেন, মাদ্রিদ, প্রাগ, বার্লিন, রোম, স্টকহোম, ওসলো, বার্সেলোনা ও লিসবনের সঙ্গে সংযোগ বাড়ানো। তবে ECAA অঞ্চলের যে কোনো শহরের জন্যই আবেদন করা যাবে।
আবেদনকারী সংস্থাকে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে, যাতে রুটের সম্ভাব্য যাত্রী সংখ্যা, লাভজনকতা ও মার্কেটিং কৌশল উল্লেখ থাকবে। যারা পরিকল্পনা জমা দিতে ব্যর্থ হবে, তাদের লিখিতভাবে অন্তত ভর্তুকি মেয়াদ পর্যন্ত ফ্লাইট চালুর প্রতিশ্রুতি দিতে হবে।
একাধিক সংস্থা একই রুটে আবেদন করলে, যেসব সংস্থা গন্তব্য বিমানবন্দরে ভালো সংযোগ ও যাত্রীবান্ধব সময়সূচি দিতে পারবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৫। স্লোভেনিয়া আশা করছে, এই উদ্যোগ দেশটির পর্যটন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড