Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে নতুন অভিবাসীদের যে সমস্যাগুলোয় পড়তে হয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬

জার্মানিতে নতুন অভিবাসীদের যে সমস্যাগুলোয় পড়তে হয়

জার্মানিতে নতুন করে বসবাস শুরু করা বিদেশিদের জন্য অভিজ্ঞতাটি যেমন রোমাঞ্চকর, তেমনি জটিল। দ্য লোকাল জার্মানির ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রতিবেদন অনুযায়ী, ভাষা, আমলাতন্ত্র, সামাজিক সংযোগ এবং চাকরি খোঁজার মতো বিষয়গুলো অভিবাসীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

ভাষা: প্রতিদিনের বাধা

জার্মান ভাষা না জানলে দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। দোকানে কেনাকাটা, বাস-ট্রেন ব্যবহার বা চিকিৎসা সেবা নেওয়ার সময় ভাষাগত দুর্বলতা অনেককে হতাশ করে। যদিও ইংরেজি অনেক জায়গায় চলে, তবু সরকারি কাগজপত্র, চুক্তি বা চাকরির ক্ষেত্রে জার্মান ভাষা অপরিহার্য।

আমলাতন্ত্র: কাগজপত্রের জটিলতা

জার্মান আমলাতন্ত্র বিশ্বজুড়ে পরিচিত তার কঠোর নিয়ম ও ধীরগতির জন্য। বাসা ভাড়া, স্বাস্থ্যবীমা, রেজিস্ট্রেশন, ট্যাক্স নম্বর; সবকিছুতেই একাধিক ফর্ম, অ্যাপয়েন্টমেন্ট এবং অপেক্ষা। নতুন অভিবাসীরা প্রায়ই বিভ্রান্ত হন কোন কাগজ আগে, কোনটা পরে জমা দিতে হবে তা বুঝতে না পেরে।

সামাজিক সংযোগ: বন্ধুত্ব গড়ার চ্যালেঞ্জ

জার্মান সমাজে ব্যক্তিগত গোপনীয়তা ও সীমার প্রতি শ্রদ্ধা রয়েছে। ফলে নতুনদের জন্য স্থানীয়দের সঙ্গে বন্ধুত্ব গড়া সময়সাপেক্ষ। অনেক অভিবাসী একাকীত্ব অনুভব করেন, বিশেষ করে যারা পরিবার ছাড়া এসেছেন।

চাকরি খোঁজা: অভিজ্ঞতা ও স্বীকৃতির দ্বন্দ্ব

অনেকেই উচ্চ শিক্ষিত বা দক্ষ পেশাজীবী হয়েও জার্মানিতে চাকরি পেতে হিমশিম খান। বিদেশি ডিগ্রি বা অভিজ্ঞতা অনেক সময় স্থানীয়ভাবে স্বীকৃত হয় না। ভাষা দক্ষতা ও স্থানীয় অভিজ্ঞতা না থাকলে চাকরির সুযোগ কমে যায়।

বাসস্থান: ভাড়ার বাজারে প্রতিযোগিতা

বিশেষ করে বড় শহরগুলোতে বাসা পাওয়া কঠিন। ভাড়ার বাজারে প্রতিযোগিতা তীব্র এবং অনেক সময় অভিবাসীদের প্রতি বাড়িওয়ালাদের অনীহা দেখা যায়।

তথ্যসূত্র: দ্য লোকাল জার্মানি

Logo