Logo
×

Follow Us

ইউরোপ

ডেনমার্কে সহজ ওয়ার্ক ভিসা নীতিমালা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪

ডেনমার্কে সহজ ওয়ার্ক ভিসা নীতিমালা

উচ্চ বেতন, আধুনিক জীবনযাত্রা এবং চাকরির নিরাপত্তার কারণে ২০২৫ সালে ডেনমার্ক ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। দেশটি এখন দক্ষ পেশাজীবীদের জন্য সহজ ওয়ার্ক ভিসা সুবিধা চালু করেছে, যা আইটি, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং প্রকৌশল খাতে কর্মসংস্থানকে উৎসাহিত করছে।

ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, ডেনমার্কে কাজ করার কিছু মূল সুবিধা হলো-

- উচ্চ বেতন: দক্ষ কর্মীদের জন্য প্রতিযোগিতামূলক মাসিক বেতন (৩০ হাজার থেকে ৫৫ হাজার ক্রোনার পর্যন্ত)

- চাকরির নিরাপত্তা: পেনশন, স্বাস্থ্যবীমা, ছুটি ও স্থায়ী চাকরির সুযোগ

- পারিবারিক স্পন্সরশিপ: স্থায়ী হলে পরিবারকে নিয়ে যাওয়ার সুযোগ

- স্থায়ী বসবাসের পথ: কয়েক বছর কাজের পর স্থায়ী আবাসনের আবেদন করা সম্ভব

ডেনমার্কের ওয়ার্ক ভিসা পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং থাকতে হবে বৈধ পাসপোর্ট। একটি চাকরির অফার থাকা আবশ্যক, তবে জব সিকার ভিসার মাধ্যমে চাকরি খুঁজে পাওয়ার সুযোগও রয়েছে। এছাড়া প্রয়োজন-

- পরিষ্কার পুলিশ রেকর্ড

- স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

- পর্যাপ্ত অর্থের প্রমাণ

- ইংরেজি বা ড্যানিশ ভাষায় দক্ষতা

ভিসা আবেদন অনলাইনে করা যায়। প্রথমে Danish Immigration বা VFS Global-এর ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আবেদন ফর্ম পূরণ করতে হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ফি পরিশোধ করতে হয়। বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয় ১-৩ মাস।

ভিসা ফি সাধারণত ৬০০-৭৫০ ইউরো এর মধ্যে, যা ভিসার ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। দ্রুত অনুমোদনের জন্য ফাস্ট ট্র্যাক ভিসা ৩০-৪৫ দিনে এবং সাধারণ আবেদন ৬০-৯০ দিনে সম্পন্ন হয়।

ডেনমার্কের সহজ আবেদন প্রক্রিয়া, উচ্চ সাফল্যের হার এবং কর্মজীবনের উন্নয়ন সম্ভাবনা একে দক্ষ পেশাজীবীদের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে।

তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড

Logo