
ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশ মলডোভা ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর থেকে চালু করতে যাচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা, যা বিদেশি রিমোট কর্মী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করবে।
এই ভিসা প্রোগ্রামের আওতায় আবেদনকারীরা দুই বছর পর্যন্ত মলডোভায় বসবাস করতে পারবেন, যা নবায়নযোগ্য। শর্ত হলো-তাদের আয় অবশ্যই দেশের বাইরে থেকে আসতে হবে এবং স্থানীয় শ্রমবাজারে নির্ভরশীল হওয়া যাবে না।
কারা আবেদন করতে পারবেন?
- বিদেশি প্রতিষ্ঠানে রিমোট কর্মরত ব্যক্তি
- আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য কাজ করা ফ্রিল্যান্সার
- বিদেশে নিবন্ধিত কোম্পানির মালিক বা শেয়ারহোল্ডার
- নিজের ব্যবসা পরিচালনা করছেন, যার আয় মলডোভার বাইরে থেকে আসে
প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র:
ভিসার জন্য আবেদন করতে হলে নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হবে-
- বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রমাণ বা ব্যবসার মালিকানা
- আয়-সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট বা চুক্তির কপি
- মলডোভায় বৈধ স্বাস্থ্যবীমা
- বাসস্থানের প্রমাণ (রেন্টাল এগ্রিমেন্ট বা হোস্টিং ডকুমেন্ট)
এই নথিগুলো আবেদনকারীর আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা নিশ্চিত করতে ব্যবহৃত হবে।
সরকার এখনো পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে এটি অনলাইনে সম্পন্ন হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় নথি আপলোড করে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। অনুমোদন পেলে তারা দুই বছরের রেসিডেন্স পারমিট পাবেন, যা পরে নবায়ন করা যাবে।
মলডোভা ইউরোপের তুলনামূলক কম খরচের দেশ। এখানে রয়েছে সমৃদ্ধ ওয়াইন সংস্কৃতি, শান্ত জীবনযাত্রা এবং ব্যস্ত শহরের বাইরে এক নিরিবিলি পরিবেশ। যারা লিসবন বা বার্সেলোনার উচ্চ খরচ এড়িয়ে ইউরোপে একটি শান্ত ঘাঁটি খুঁজছেন, তাদের জন্য মলডোভা হতে পারে আদর্শ গন্তব্য।
তথ্যসূত্র: ট্রাভেলোবিজ