Logo
×

Follow Us

ইউরোপ

লাটভিয়ায় অভিবাসন নীতিতে বড় পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬

লাটভিয়ায় অভিবাসন নীতিতে বড় পরিবর্তন

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ লাটভিয়া ১ সেপ্টেম্বর থেকে তৃতীয় দেশের নাগরিকদের জন্য নতুন অভিবাসন ও প্রবেশ নীতিমালা চালু করেছে। এই পরিবর্তনের ফলে বাংলাদেশসহ ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য লাটভিয়ায় ভিসা ও রেসিডেন্স পারমিট পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে উঠবে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব আবেদনকারী ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে লাটভিয়ায় কাজ, পড়াশোনা বা স্থায়ী বসবাসের উদ্দেশ্যে আসতে চান, তাদের-

- নতুন ধরনের যাচাই ও নথিপত্র জমা দিতে হবে

- কাজের ভিসার ক্ষেত্রে স্পন্সর প্রতিষ্ঠানের সত্যতা যাচাই বাধ্যতামূলক

- শিক্ষার্থীদের জন্য কোর্সের স্বীকৃতি ও আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে

- নিরাপত্তা ও অভিবাসন উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে

লাটভিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, যেসব আবেদন:

- ভুয়া বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে করা হয়েছে

- আবেদনকারীর ইউরোপে বসবাসের উদ্দেশ্য অস্পষ্ট

- নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, তাদের আবেদন বাতিল বা স্থগিত করা হবে।

সরকারের মতে, ইউরোপজুড়ে অবৈধ অভিবাসন ও নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। কিছু আবেদনকারী শিক্ষার্থী বা কর্মী সেজে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন, যা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। এসব রোধে নিয়ম আরো কঠোর করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে অভিবাসন নীতিমালা দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই আগেভাগে প্রস্তুতি নেওয়া, সঠিক তথ্য সংগ্রহ এবং অভিজ্ঞ পরামর্শদাতার সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: ইআরআর

Logo