২০২৫ সালে সুইজারল্যান্ডে গোল্ডেন ভিসার নতুন সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬

সুইজারল্যান্ড ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য চালু করতে যাচ্ছে একটি আকর্ষণীয় “গোল্ডেন ভিসা” কর্মসূচি। এই রেসিডেন্সি-বাই-ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে আবেদনকারীরা সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন এবং একই সঙ্গে লাভজনক ব্যবসা পরিচালনা করতে পারবেন। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় দুটি মূল পথ রয়েছে:
১. Lump Sum Tax Agreement: উচ্চ সম্পদসম্পন্ন ব্যক্তিদের জন্য, যারা চাকরি না করে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক কর প্রদান করে বসবাস করতে চান। এই করের পরিমাণ প্রতি বছর কমপক্ষে ২ লাখ সুইস ফ্রাঁ, যা অঞ্চলভেদে ৬ লাখ পর্যন্ত হতে পারে।
২. Entrepreneurial Investor Scheme: উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য, যারা সুইজারল্যান্ডে নতুন ব্যবসা শুরু করবেন বা বিদ্যমান প্রতিষ্ঠানে কমপক্ষে ১ মিলিয়ন সুইস ফ্রাঁ বিনিয়োগ করবেন।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। থাকতে হবে পরিষ্কার অপরাধমুক্ত রেকর্ড, সু-স্বাস্থ্য এবং সুইজারল্যান্ডে বাসস্থান ভাড়া বা ক্রয়ের প্রমাণ। আবেদন প্রক্রিয়ায় ক্যান্টন অনুমোদন, ভিসা আবেদন এবং বিনিয়োগ বা কর চুক্তি সম্পাদনের কিছু ধাপ রয়েছে। অনুমোদন পেলে আবেদনকারী সুইজারল্যান্ডে বসবাস শুরু করতে পারবেন। ১০ বছর পর স্থায়ী রেসিডেন্সি এবং ১২ বছর পর নাগরিকত্বের আবেদন করা যাবে।
এই কর্মসূচির মাধ্যমে আবেদনকারীরা সুইজারল্যান্ডের উচ্চমানের জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ, উন্নত স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা এবং ইউরোপজুড়ে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। এছাড়া দেশটি সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় ২৭টি ইউরোপীয় দেশে ভিসা ছাড়াই ভ্রমণ সম্ভব।
তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড