ইউরোপের কোন দেশগুলোতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ বেশি?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫

ইউরোপে উচ্চশিক্ষা নিতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে ১.৭৬ মিলিয়নের বেশি বিদেশি শিক্ষার্থী রয়েছে, যা মোট শিক্ষার্থীর ৮.৪%। তবে শুধু শিক্ষার মান নয়, কাজের সুযোগও শিক্ষার্থীদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। সম্প্রতি StudiesIn.com বিশ্লেষণ করেছে ইউরোপের ৩০টি দেশের শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম কাজের সুযোগ, ঘণ্টাপ্রতি আয় এবং মাসিক উপার্জনের সম্ভাবনা নিয়ে।
কোথায় কাজের অনুমতি লাগে না?
যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগালসহ ১৪টি দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের জন্য আলাদা অনুমতির প্রয়োজন নেই। ফলে এসব দেশ দ্রুত কাজ শুরু করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়।
অন্যদিকে অস্ট্রিয়া, ডেনমার্ক, গ্রিস, ইতালি, বেলজিয়ামসহ কয়েকটি দেশে ইইউ/ইইএর বাইরের শিক্ষার্থীদের কাজের অনুমতি নিতে হয়। স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে, আইসল্যান্ড, সাইপ্রাসসহ আটটি দেশে সব আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের অনুমতি বাধ্যতামূলক।
কত ঘণ্টা কাজ করা যায়?
বেশির ভাগ দেশে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। তবে লুক্সেমবার্গে ১৫ ঘণ্টা এবং নেদারল্যান্ডসে ১৬ ঘণ্টা সীমা রয়েছে। ছুটির সময় বা গ্রীষ্মকালীন বিরতিতে অনেক দেশে পূর্ণ সময় কাজের অনুমতি দেওয়া হয়।
আয় কত?
ঘণ্টাপ্রতি আয় দেশভেদে ভিন্ন। বুলগেরিয়ায় সর্বনিম্ন ৩.৩২ ইউরো, হাঙ্গেরি, লাটভিয়া, স্লোভাকিয়া, এস্তোনিয়ায় ৪-৫ ইউরো এর মধ্যে। অন্যদিকে লুক্সেমবার্গে ১৮ ইউরো, আইসল্যান্ডে ১৭-১৯ ইউরো, নরওয়েতে ১৬.৮৬ ইউরো, ডেনমার্কে ১৪.৭৪ ইউরো এবং যুক্তরাজ্যে ১৪.০৯ ইউরো পর্যন্ত আয় সম্ভব।
মাসিক সর্বোচ্চ আয় যুক্তরাজ্যে ৯৭৭ পাউন্ড (১,১২৭ ইউরো), জার্মানি ও স্পেনে ১,১১১ ইউরো, ফ্রান্সে ৯০০ ইউরো এবং ইতালিতে ৬০০-৭৫০ ইউরো পর্যন্ত হতে পারে।
StudiesIn-এর সিইও টম মিয়েসেন বলেন, “শিক্ষার মান, কাজের সুযোগ, ভাষার সহজলভ্যতা, নিরাপত্তা, জীবনযাত্রার মান এবং পোস্ট-স্টাডি ইমিগ্রেশন নীতিমালা; সব মিলিয়ে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলিয়ে দেশ নির্বাচন করেন।”
তথ্যসূত্র: ইউরো নিউজ