Logo
×

Follow Us

ইউরোপ

পোল্যান্ডে নাগরিকত্ব পেলেন রেকর্ডসংখ্যক বিদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪

পোল্যান্ডে নাগরিকত্ব পেলেন রেকর্ডসংখ্যক বিদেশি

২০২৪ সালে পোল্যান্ডে রেকর্ডসংখ্যক ১৬ হাজার ৩৪২ জন বিদেশি নাগরিকত্ব পেয়েছেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি। ইউক্রেনীয়রা ছিলেন সবচেয়ে বড় অংশ, মোট নতুন নাগরিকদের অর্ধেকেরও বেশি। এই প্রবণতা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধি, যা দেশটিতে অভিবাসনের উচ্চ প্রবাহের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউক্রেন ছাড়াও বেলারুশ, রাশিয়া, ভিয়েতনাম, বলিভিয়া, আর্মেনিয়া ও তুরস্কের নাগরিকরা উল্লেখযোগ্য সংখ্যায় পোলিশ নাগরিকত্ব পেয়েছেন। বিশেষভাবে ইসরায়েলি নাগরিকদের মধ্যে আগ্রহ বেড়েছে, ২০২১ সালে যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ২ হাজার ৫০০, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৯ হাজারের বেশি। ৭ অক্টোবরের হামলা ও তার পরবর্তী পরিস্থিতি এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে।

নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে দুটি প্রধান পথ রয়েছে:

উৎপত্তির ভিত্তিতে নাগরিকত্ব: যেমন অভিনেতা জেসি আইজেনবার্গ, যিনি একজন পোলিশ ইহুদি বংশোদ্ভূত। পূর্বপুরুষের নাগরিকত্বের প্রমাণ (জন্ম বা বিবাহ সনদ) এবং তা হারিয়ে না যাওয়ার নিশ্চয়তা দিতে হয়।

বাসস্থান ও সামাজিক সংযুক্তির ভিত্তিতে নাগরিকত্ব: এর জন্য স্থায়ী আয়, নিজস্ব বাসস্থান, পোলিশ ভাষার জ্ঞান এবং সাধারণত তিন বছরের বসবাসের প্রমাণ প্রয়োজন। তবে প্রেসিডেন্ট কারোল নাভরকির প্রস্তাব অনুযায়ী এই সময়সীমা ১০ বছরে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া, কেউ চাইলে সরাসরি প্রেসিডেন্টের কাছে আবেদন করতে পারেন, যেখানে ব্যক্তিগত গল্প ও পোল্যান্ডের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে হয়। ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এই পদ্ধতিতে ১ হাজার ৫১৪ জনকে নাগরিকত্ব দেন।

তথ্যসূত্র: ইউরো নিউজ

Logo