Logo
×

Follow Us

ইউরোপ

২০২৫ সালে সেনজেন ভিসার খরচ বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০০:৫২

২০২৫ সালে সেনজেন ভিসার খরচ বেড়েছে

২০২৫ সালে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে সেনজেন ভিসার খরচ সম্পর্কে আগে থেকেই জানাটা জরুরি। এবার ভিসা ফি ও সার্ভিস চার্জ বেড়ে যাওয়ায় পর্যটকদের জন্য ইউরোপ ভ্রমণ কিছুটা ব্যয়বহুল হয়ে উঠেছে।

সেনজেন ভিসা দিয়ে ২৯টি ইউরোপীয় দেশে ভ্রমণ করা যায়। এর মূল ফি এখন প্রাপ্তবয়স্কদের জন্য ৯০ ইউরো এবং ৬-১২ বছর বয়সী শিশুদের জন্য ৪৫ ইউরো।

মূল ফি ছাড়াও VFS Global ও BLS International-এর মতো এজেন্সিগুলোর সার্ভিস চার্জ যোগ হয়। জুলাই ২০২৫ থেকে VFS Global তাদের ফি বাড়িয়েছে, যা এখন আবেদনকারীদের ওপর সরাসরি প্রভাব ফেলছে।

- জার্মানি ৩০-৪০ ইউরো

- সুইজারল্যান্ড ৩০-৪০ ইউরো

- পর্তুগাল ৩৫-৪৫ ইউরো

- স্পেন ৩০-৪০ ইউরো

- নেদারল্যান্ডস ৩০-৪০ ইউরো

- সুইডেন ৩০-৪০ ইউরো

- নরওয়ে ৩০-৪০ ইউরো

- অস্ট্রিয়া ৩০-৪০ ইউরো

যারা ২০২৫ সালে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের উচিত আগে থেকেই ভিসা খরচ ও অতিরিক্ত চার্জ সম্পর্কে ধারণা নেওয়া। অনলাইনে আবেদন ও VFS-এর মাধ্যমে ডকুমেন্ট প্রসেসিং সুবিধাজনক হলেও প্রিমিয়াম সার্ভিসের খরচ অনেক বেড়েছে।

সাশ্রয়ী ভ্রমণ করতে চাইলে কম সার্ভিস চার্জের দেশ বেছে নেওয়া, অতিরিক্ত সুবিধা না নেওয়া এবং ভিসা আবেদন আগে থেকেই পরিকল্পনা করে করা সবচেয়ে ভালো।

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

Logo