Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আপিল ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:০২

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আপিল ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে

যুক্তরাজ্য সরকার আশ্রয়প্রার্থীদের আপিল প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে। হোটেলে অবস্থানরত হাজারো আবেদনকারীর দীর্ঘ অপেক্ষা কমাতে একটি স্বাধীন সংস্থা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে স্বতন্ত্র বিচারকরা দ্রুত রায় দেবেন।

হোম সেক্রেটারি ইভেট কুপার জানিয়েছেন, “অ্যাসাইলাম ইস্যুতে বিলম্ব গ্রহণযোগ্য নয়। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে”। বর্তমানে প্রায় ৫১ হাজার আপিলের রায় অপেক্ষমাণ, যার ফলে করদাতাদের অর্থে হোটেল ব্যয় বহন করতে হচ্ছে।

সরকার জানিয়েছে, এবারের শরতেই নতুন প্যানেল গঠনের বিস্তারিত প্রকাশ করা হবে। মন্ত্রীরা বিশ্বাস করেন, এই প্যানেল প্রচলিত আদালতের তুলনায় দ্রুত রায় দিতে সক্ষম হবে।

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কিছু হোটেলকে ‘অ্যাসাইলাম হোটেল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে প্রায় ৩২ হাজার মানুষ এসব হোটেলে অবস্থান করছেন। তবে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, বর্তমান মেয়াদের মধ্যেই এসব হোটেল বন্ধ করা হবে।

সম্প্রতি ইপিং শহরে বেল হোটেলে অবস্থানরত এক আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ হোটেলের সামনে বিক্ষোভ করে। হাইকোর্ট ইপিং কাউন্সিলের পক্ষে রায় দিয়ে হোটেলে আর আশ্রয়প্রার্থী না রাখার নির্দেশ দেয়। আদালত জানায়, হোটেলটি স্থানীয় পরিকল্পনা নীতি ভেঙে অনুমতি ছাড়াই ব্যবহারবিধি পরিবর্তন করেছে, যা জননিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে।

বর্তমানে যারা ওই হোটেলে আছেন, তাদের ১২ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে সরিয়ে নিতে হবে। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চায়।

এদিকে আরো কয়েকটি কাউন্সিল আইনি পদক্ষেপের কথা ভাবছে, যার মধ্যে রয়েছে টোরি-নিয়ন্ত্রিত হিলিংডন কাউন্সিল। কনজারভেটিভ নেত্রী কেমি বাডেনক এক খোলা চিঠিতে কাউন্সিল নেতাদের বলেছেন, “আইনি পরামর্শ পেলে একই পদক্ষেপ নিন।” রিফর্ম ইউকের নাইজেল ফারাজও ইপিংয়ের অনুসরণে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

হোম অফিসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ১৩১টি এলাকায় আশ্রয়প্রার্থীদের অস্থায়ী আবাসনে রাখা হচ্ছে, যার অধিকাংশই হোটেল। এই এলাকাগুলোর মধ্যে লেবার, লিবারেল ডেমোক্র্যাট, কনজারভেটিভ, গ্রিন পার্টি ও রিফর্ম ইউকের নিয়ন্ত্রণাধীন কাউন্সিল রয়েছে।

সরকার বলছে, আশ্রয় ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Logo