Logo
×

Follow Us

ইউরোপ

সহজেই গোল্ডেন ভিসা দিচ্ছে বুলগেরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৫

সহজেই গোল্ডেন ভিসা দিচ্ছে বুলগেরিয়া

ইউরোপে স্থায়ী ভিত্তিতে বসবাস করতে আগ্রহী ভারতীয় নাগরিকদের জন্য বুলগেরিয়া হয়ে উঠছে নতুন আকর্ষণ। ইউরোপীয় ইউনিয়নের নবীন সদস্য দেশটি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে এবং এখন বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের টানছে তাদের নতুন গোল্ডেন ভিসা কর্মসূচির মাধ্যমে।

২০২৩ সালে চালু হওয়া গোল্ডেন ভিসা কর্মসূচির আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকরা ৫ লাখ ১২ হাজার ইউরো (প্রায় ৭ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৩৬০ টাকা) বিনিয়োগ করে বুলগেরিয়ায় স্থায়ী বাসস্থান (PR) পেতে পারেন। বিনিয়োগ করতে হবে FSC অনুমোদিত ফান্ডে। আবেদনকারীর সঙ্গে তার স্ত্রী, সন্তান, বাবা-মা এমনকি শ্বশুর-শাশুড়িও একই আবেদনপত্রে অন্তর্ভুক্ত হতে পারেন।

মূল সুবিধাসমূহ:

- প্রথম দিনেই স্থায়ী বাসস্থান (PR)

- সেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ (১১৬টি দেশ)

- ৫ বছর পর নাগরিকত্বের আবেদন করার সুযোগ

- কোনো আবাসন বাধ্যবাধকতা নেই, বুলগেরিয়ায় থাকতে বাধ্য নয়

- ইউরোপের মধ্যে অন্যতম সর্বনিম্ন ১০% ব্যক্তিগত আয়কর

- ইইউ মানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা

- বুলগেরিয়ান ভাষা শেখার বাধ্যবাধকতা নেই

- FATF অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্ট থাকলে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই

আবেদনের ধাপসমূহ: ১. প্রাক-অনুমোদন ও পটভূমি যাচাই ২. FSC অনুমোদিত ফান্ডে বিনিয়োগ ৩. D টাইপ ভিসার আবেদন ৪. বুলগেরিয়ায় গিয়ে বায়োমেট্রিক যাচাই ও PR কার্ড সংগ্রহ ৫. ৫ বছর পর নাগরিকত্বের আবেদন

এই কর্মসূচি তুলনামূলকভাবে দ্রুত, সরল এবং অন্যান্য ইউরোপীয় দেশ যেমন পর্তুগাল বা স্পেনের চেয়ে কম ব্যয়বহুল। উচ্চ সম্পদসম্পন্ন ভারতীয় পরিবারগুলোর জন্য এটি ইউরোপে একটি স্থায়ী ভিত্তি গড়ার আকর্ষণীয় সুযোগ হয়ে উঠেছে।

তথ্যসূত্র: বিজনেস টুডে

Logo