তীব্র তাপদাহে ইউরোপ বিপর্যস্ত, স্পেনে মৃত্যু ১,১৫০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৫

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ জনজীবনে চরম প্রভাব ফেলছে। স্পেনে টানা ১৬ দিনের ভয়াবহ গরমে ১ হাজার ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা। ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে এই মৃত্যুর হিসাব দিয়েছে কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।
তাপপ্রবাহজনিত মৃত্যুর হিসাব নির্ধারণে ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo)। MoMo সরাসরি তাপমাত্রাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করে না, তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অতিরিক্ত মৃত্যুর পেছনে তাপপ্রবাহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা AEMET জানিয়েছে, চলতি বছর গ্রীষ্মে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী। এর আগের মাসে (জুলাই) MoMo জানিয়েছিল, অতিরিক্ত গরমে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ইউরোপে তাপপ্রবাহ আরো ঘন ঘন, তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠছে। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও নিম্ন আয়ের জনগোষ্ঠী এই ধরনের আবহাওয়াজনিত বিপর্যয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।
তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং অনেক অঞ্চলে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য সংস্থাগুলো সতর্কতা জারি করে নাগরিকদের পর্যাপ্ত পানি পান, শীতল স্থানে অবস্থান এবং অতিরিক্ত রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
তথ্যসূত্র: ডেইলি সান