
এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আসা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৬৪ শতাংশই দেশটিকে তাদের ভবিষ্যতের আবাসস্থল হিসেবে বিবেচনা করছেন। শিক্ষা, কর্মসংস্থান এবং জীবনমানের দিক থেকে জার্মানির আকর্ষণীয় পরিবেশ এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।
জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে প্রায় ৪ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এদের মধ্যে অনেকেই স্নাতকোত্তর বা প্রযুক্তি, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞানসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পড়াশোনা করছেন। দেশটির বিনামূল্যে বা কম খরচে উচ্চশিক্ষা, শক্তিশালী শিল্প খাত এবং স্থায়ী বসবাসের সুযোগ শিক্ষার্থীদের আকৃষ্ট করছে।
জরিপে অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন, তারা জার্মানিতে চাকরি করতে চান, কেউ কেউ উদ্যোক্তা হওয়ার পরিকল্পনাও করছেন। বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, ইরান ও সিরিয়ার শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গেছে।
তবে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করতে হলে ভাষা দক্ষতা, চাকরির সুযোগ এবং অভিবাসন নীতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজন হয়। অনেক শিক্ষার্থীই ইতিমধ্যে জার্মান ভাষা শেখার কোর্সে অংশ নিচ্ছেন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা জার্মানির জনসংখ্যা সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে। দক্ষ ও শিক্ষিত তরুণদের অন্তর্ভুক্তি দেশটির অর্থনীতিকে আরো শক্তিশালী করবে।
জার্মান সরকারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে। ফলে জার্মানি শুধু একটি শিক্ষাগন্তব্য নয়, বরং একটি দীর্ঘমেয়াদি জীবনের পরিকল্পনার অংশ হয়ে উঠছে অনেক শিক্ষার্থীর জন্য।
তথ্যসূত্র: ভিএন এক্সপ্রেস