
ইউরোপ ভ্রমণের পরিকল্পনায় অনেকেই সেনজেন ভিসা পেতে সহজ দেশ থেকে আবেদন করেন, যদিও তাদের মূল গন্তব্য সে দেশ নয়। এই প্রবণতাকে বলা হয় ‘সেনজেন ভিসা শপিং’, যা ভ্রমণকারীদের জন্য ভবিষ্যতে জটিলতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো।
সেনজেন ভিসা শপিং বলতে বোঝায় এমন দেশে ভিসার জন্য আবেদন করা, যেখানে অনুমোদন পাওয়া তুলনামূলক সহজ অথচ আবেদনকারীর প্রকৃত ভ্রমণ পরিকল্পনায় সে দেশ নেই। সাধারণত ভিসা অ্যাপয়েন্টমেন্টের অভাব, কঠোর নীতিমালা বা দীর্ঘ প্রসেসিং সময়ের কারণে ভ্রমণকারীরা এ পথ বেছে নেন।
ইইউর নিয়ম অনুযায়ী, ভিসার আবেদন করতে হবে সেই দেশের দূতাবাসে, যেখানে ভ্রমণকারী সবচেয়ে বেশি সময় কাটাবেন। যদি একাধিক দেশে সমান সময় থাকার পরিকল্পনা থাকে, তবে প্রথম প্রবেশকারী দেশের দূতাবাসে আবেদন করতে হবে।
এস্তোনিয়ার দূতাবাস জানিয়েছে, ভিসা শপিংয়ের কারণে ভিসা বাতিল, বিমান থেকে নামিয়ে দেওয়া বা ইউরোপীয় সীমান্ত থেকে ফেরত পাঠানোর মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি ভবিষ্যতের ভিসা আবেদনেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন ভ্রমণকারীরা।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরতদের মধ্যে এই প্রবণতা বেড়েছে, যেখানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ পোল্যান্ড থেকে ভিসা নিয়ে পর্তুগাল ভ্রমণ করছেন, যা নিয়মবহির্ভূত।
ভিসা শপিং সাময়িকভাবে সুবিধাজনক মনে হলেও এটি ইউরোপীয় অভিবাসন নীতির লঙ্ঘন। ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, যে দেশে সবচেয়ে বেশি সময় কাটানোর পরিকল্পনা রয়েছে, সেখান থেকেই ভিসা নেওয়া উচিত।
তথ্যসূত্র: গালফ নিউজ