Logo
×

Follow Us

ইউরোপ

নগদ টাকায় ফি প্রদান বন্ধ: পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৭

নগদ টাকায় ফি প্রদান বন্ধ: পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি

দূতাবাসের সেবা প্রদানে আরো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে কোনো ধরনের কনস্যুলেট সেবার বিপরীতে নগদ টাকায় ফি জমা নেওয়া হবে না। ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় পর্তুগালে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত তারিখ থেকে নগদ টাকার পরিবর্তে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি গ্রহণ করা হবে। জাল টাকা রোধ ও ফি আদায়ের প্রক্রিয়া আরো সহজতর করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। 

এ বিষয়ে পর্তুগালের সব প্রবাসীর সহযোগিতা চেয়েছে দূতাবাস।

এছাড়া আরো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ ও ১৭ আগস্ট ২০২৫ সাও তেওতোনিয়া ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসীদের জন্য কনস্যুলার ক্যাম্প পরিচালনা করবে বাংলাদেশ দূতাবাস। কনস্যুলেট সেবা পেতে প্রবাসীদের Halal Minimercado, RUa 25, 7630-611, Sao Teotonia ঠিকানায় আসার অনুরোধ জানানো হয়েছে। এ ক্যাম্প থেকে পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করা হবে। এ বিষয়ে যোগাযোগের জন্য মো. সাহাবুদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাস, লিসবন (মোবা- +৩৫১-৯৩৯৯১৯২৫৯) ও মো. সাব্বির হোসেন, প্রশাসনিক কর্তকর্তা, বাংলাদেশ দূতাবাস, লিসবন (মোবা-+৩৫১-৯৩১৩৬১৬৮০ - হোয়াটসঅ্যাপ) এ যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।   

তথ্যসূত্র: পর্তুগালস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ

Logo