
সেনজেন ভিসা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, যা ভিসা প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করে তুলবে। ২০২৫ সালের অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হতে যাচ্ছে ডিজিটাল সেনজেন ভিসা।
এই নতুন ব্যবস্থায় আর পাসপোর্টে স্টিকার লাগবে না। তার পরিবর্তে আবেদনকারীরা একটি ডিজিটাল বারকোডভিত্তিক ভিসা পাবেন, যা ইমিগ্রেশন পয়েন্টে স্ক্যান করে যাচাই করা যাবে। ফ্রান্স ইতোমধ্যে প্যারিস অলিম্পিকের সময় ৭০ হাজার ডিজিটাল ভিসা ইস্যু করে সফলভাবে পরীক্ষামূলকভাবে এটি চালু করেছে।
ভারতীয় নাগরিকদের জন্য আরো একটি বড় সুবিধা হচ্ছে ‘ক্যাসকেড স্কিম’, যার আওতায় নিয়মিত ভ্রমণকারীরা পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারেন। এটি ছাত্র, ব্যবসায়ী, পর্যটক বা ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য বিশেষভাবে উপযোগী।
এই পরিবর্তনের ফলে-
- আবেদন প্রক্রিয়া হবে অনলাইন
- ফি দেওয়া যাবে ডিজিটালি
- ভিসার স্ট্যাটাস ট্র্যাক করা যাবে সহজে
- পুনর্মূল্যায়ণ হবে দ্রুত
তবে প্রথমবারের আবেদনকারীদের বা যাদের বায়োমেট্রিক তথ্য পুরনো, তাদের একবার সরাসরি ভিসা সেন্টারে যেতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য হলো ভিসা জালিয়াতি কমানো, প্রসেসিং সময় কমানো এবং পরিবেশবান্ধব ডিজিটাল ব্যবস্থা চালু করা। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে সব ২৯টি সেনজেন দেশে এই ডিজিটাল ভিসা পুরোপুরি চালু হবে।
তবে আবেদনকারীদের সতর্ক থাকতে হবে- ডিজিটাল হলেও ভুল তথ্য বা অসম্পূর্ণ ডকুমেন্ট দিলে আবেদন বাতিল হতে পারে।
তথ্যসূত্র: Business Today