Logo
×

Follow Us

ইউরোপ

বিদেশি শিক্ষার্থীদের অ্যাসাইলাম দাবি বন্ধে যুক্তরাজ্যের পদক্ষেপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:০৫

বিদেশি শিক্ষার্থীদের অ্যাসাইলাম দাবি বন্ধে যুক্তরাজ্যের পদক্ষেপ

যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে, বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় দাবির অপব্যবহার রোধে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী, কোনো বিশ্ববিদ্যালয়ে ৫ শতাংশের বেশি শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যাত হলে ৯৫ শতাংশ শিক্ষার্থী কোর্স শুরু না করলে অথবা ৯০ শতাংশ কোর্স শেষ না করলে, সেই প্রতিষ্ঠানকে বিদেশি শিক্ষার্থী গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১৬ হাজার জন আশ্রয়প্রার্থী যুক্তরাজ্যে এসেছিলেন স্টুডেন্ট ভিসা নিয়ে। অনেকেই কোর্স শেষে আশ্রয় দাবি করছেন, যদিও তাদের নিজ দেশে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটেনি। সরকার বলছে, কিছু শিক্ষার্থী কোর্স শেষ করার কোনো উদ্দেশ্য ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করছেন, যা ভিসা ব্যবস্থার অপব্যবহার।

এই পরিকল্পনার আওতায়-

- অদক্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে “নেম অ্যান্ড শেম” করা হবে।

- নতুন বিদেশি শিক্ষার্থী গ্রহণে সীমা আরোপ করা হবে।

- ভিসা স্পন্সর করার ক্ষমতা বাতিল করা হতে পারে।

বিশ্ববিদ্যালয়গুলোর আয়েও এর প্রভাব পড়তে পারে। কারণ বিদেশি শিক্ষার্থীরা ২০২২-২৩ সালে ১২ বিলিয়ন পাউন্ডের বেশি টিউশন ফি প্রদান করেছেন। নিচু র‌্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসা অনুমোদনের হার ৪৯ শতাংশ বেড়েছে, যেখানে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ে তা ৭ শতাংশ কমেছে।

হোম অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান, নাইজেরিয়া ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা আশ্রয় দাবির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করছেন। সীমান্ত নিরাপত্তা মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল বলেন, “যুক্তরাজ্য প্রকৃত শিক্ষার্থী ও কর্মীদের স্বাগত জানাবে, কিন্তু পদ্ধতিগত অপব্যবহার সহ্য করা হবে না”।

এই পদক্ষেপকে কেউ কেউ “সামান্য পরিবর্তন” বলে সমালোচনা করলেও সরকার বলছে এটি আশ্রয় ব্যবস্থায় চাপ কমাতে এবং অভিবাসন নীতিকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

Logo