Logo
×

Follow Us

ইউরোপ

ফিনল্যান্ডের বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা: সাফল্যের ছয়টি মূল কারণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:০৪

ফিনল্যান্ডের বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা: সাফল্যের ছয়টি মূল কারণ

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ফিনল্যান্ড একটি অনন্য উদাহরণ। সম্প্রতি বিশ্বব্যাংক দেশটিকে ‘শিক্ষা ক্ষেত্রে বিস্ময়’ হিসেবে অভিহিত করেছে। শিক্ষার্থীদের স্বাধীনভাবে শেখার সুযোগ, শিক্ষকদের আন্তরিকতা এবং পরীক্ষানির্ভরতার পরিবর্তে শেখার আনন্দকে গুরুত্ব দেওয়াই এই সাফল্যের মূল ভিত্তি।

ফিনল্যান্ডে শিক্ষা শুধু একটি সেবা নয়, বরং জাতীয় অগ্রাধিকারের প্রতীক। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে। শিক্ষাকে জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যম হিসেবে দেখা হয়।

শিক্ষকতা পেশায় আসতে হলে মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হতে হয়। ফলে সবচেয়ে মেধাবী ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিরাই শিক্ষক হন। শ্রেণিকক্ষে শিক্ষকরা জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করলেও পড়ানোর পদ্ধতি ও উপকরণ নিজের মতো করে বেছে নিতে পারেন, যা শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করে।

ফিনল্যান্ডে অধিকাংশ শিক্ষার্থী নিজ এলাকার সরকারি স্কুলে পড়াশোনা করে। এই ‘স্থানীয় স্কুল’ ধারণা সব পটভূমির শিশুর জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করে। বেসরকারি স্কুলের সংখ্যা খুবই কম এবং তারাও সরকারি নীতিমালা অনুসরণ করে।

পরীক্ষার বদলে শিক্ষার্থীদের উৎসাহ ও প্রতিক্রিয়ার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এতে শেখার প্রতি ভালোবাসা তৈরি হয় এবং তুলনামূলক চাপ কমে যায়। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও সৃজনশীলতা বিকাশের জন্য স্কুলে বিনা মূল্যে খাদ্য, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়া হয়।

ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার সাফল্যের পেছনে রয়েছে সাংস্কৃতিক মূল্যবোধ, সুপরিকল্পিত নীতিমালা এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি গভীর আস্থা। দেশটি প্রমাণ করেছে যখন শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়, তখনই ফলাফল হয় চমকপ্রদ।

তথ্যসূত্র: Education Finland, TechClass, Global Society


Logo