বুলগেরিয়ায় ওয়ার্ক পারমিট পেতে স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭

২০২৫ সালের জুলাই থেকে বুলগেরিয়ায় সিঙ্গেল ওয়ার্ক অ্যান্ড রেসিডেন্স পারমিটধারী বিদেশি কর্মীদের জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীদের জন্য নিয়োগদাতারা স্বাস্থ্যবীমা কেটে, পরিশোধ করে এবং রিপোর্ট করবে, যা আগে বাধ্যতামূলক ছিল না।
এই পরিবর্তনের ফলে এখন থেকে ইইউ ব্লু কার্ডধারীদের মতোই তৃতীয় দেশের নাগরিকরাও রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। আগে এই শ্রেণির কর্মীদের স্বাস্থ্যসেবা হয় বেসরকারি, ঐচ্ছিক, অথবা উপেক্ষিত ছিল। এখন তা আইনগতভাবে বাধ্যতামূলক।
সিঙ্গেল ওয়ার্ক অ্যান্ড রেসিডেন্স পারমিট হলো বুলগেরিয়ায় অ-ইইউ নাগরিকদের জন্য প্রধান কর্ম ও আবাসন অনুমতি, যা সাধারণত এক বছরের জন্য বৈধ এবং নিয়োগ অব্যাহত থাকলে নবায়নযোগ্য। এটি নির্দিষ্ট নিয়োগদাতার অধীনে কাজ করার অধিকার এবং ৯০ দিনের বেশি বসবাসের অনুমতি দেয়।
এই নিয়মের ফলে:
- বিদেশি কর্মীরা রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা পাবে, যা তাদের সুরক্ষা ও স্থায়িত্ব বাড়াবে।
- নিয়োগদাতাদের জন্য নতুন প্রশাসনিক দায়িত্ব যুক্ত হবে।
- স্থানীয় ও বিদেশি কর্মীদের মধ্যে সুবিধার বৈষম্য কমবে।
এই পরিবর্তনকে বুলগেরিয়া সরকারের শ্রমনীতি ও অভিবাসন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। এটি বিদেশি দক্ষ কর্মীদের জন্য দেশটিকে আরো আকর্ষণীয় ও নিরাপদ কর্মস্থল হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।
তথ্যসূত্র: ট্রাভেলোবিজ