Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপে আসছে সম্পূর্ণ ডিজিটাল সেনগেন ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০০:২০

ইউরোপে আসছে সম্পূর্ণ ডিজিটাল সেনগেন ভিসা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২৬ সালের মধ্যে সেনজেন ভিসা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ভিসা প্রাপ্তির জন্য আর পাসপোর্টে স্টিকার লাগানোর প্রয়োজন হবে না। এর পরিবর্তে আবেদনকারী পাবে বারকোডযুক্ত ডিজিটাল সেনজেন ভিসা, যা ই-মেইলের মাধ্যমে সরবরাহ করা হবে।

এই সম্পূর্ণ অনলাইন ভিসা প্রক্রিয়া পরিচালিত হবে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে, যেখানে আবেদনকারী ডকুমেন্ট আপলোড, ফি পরিশোধ এবং আবেদন ট্র্যাক করতে পারবে। এছাড়া একবার বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর ভবিষ্যতের আবেদনগুলো অনলাইনেই সম্পন্ন করা যাবে।

ভ্রমণ নিরাপত্তা ও অভিগম্যতা নিশ্চিত করতে ইইউ নতুন দুটি প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা চালু করছে:

- Entry/Exit System (EES): ২০২৫ সালের অক্টোবরে এটি চালু হবে। এটি যাত্রীদের আঙুলের ছাপ ও মুখাবয়ব স্ক্যানের মাধ্যমে সীমান্তে শনাক্ত করবে।

- European Travel Information and Authorisation System (ETIAS): ২০২৬ সালের শেষ নাগাদ এটি কার্যকর হবে, যা ভিসামুক্ত দেশ থেকে আগতদের জন্য পূর্ব অনুমোদনের নিয়ম চালু করবে।

শুধু ডিজিটাল ভিসা নয়, ইউরোপের পর্যটন খাতে আরো একটি যুগান্তকারী পরিকল্পনা সামনে এসেছে। ইতালি, গ্রিস ও ফ্রান্সের মতো দেশগুলো “ইউরোপীয় ট্যুরিস্ট ভিসা” চালুর প্রস্তাব করেছে, যা একক ভিসায় সেনজেন ও নন-সেনজেন দেশগুলো ভ্রমণের সুযোগ দেবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ইউরোপে ভ্রমণকারীদের জন্য হবে সহজ, নিরাপদ ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, যা দীর্ঘমেয়াদে পর্যটন ও অভিবাসন ব্যবস্থাকে আরো সমন্বিত করে তুলবে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo