Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানির ডাড স্কলারশিপে মাস্টার্সে পড়ার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭

জার্মানির ডাড স্কলারশিপে মাস্টার্সে পড়ার সুযোগ

জার্মান সরকারের ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ এখন বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের সুযোগ হয়ে উঠেছে। এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি মিলবে মাসিক ভাতা, বিমান টিকিট, স্বাস্থ্যবীমা, বাড়ি ভাড়া ও গবেষণা ভর্তুকি।

ডাড (DAAD) অর্থাৎ জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস ১৯২৫ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা দিয়ে আসছে। প্রতি বছর প্রায় দেড় লাখ শিক্ষার্থী এই স্কলারশিপে অর্থায়ন পেয়ে থাকেন।

সুযোগ-সুবিধা:

- টিউশন ও পরীক্ষার ফি সম্পূর্ণ মওকুফ

- মাসিক ভাতা: ৯৯২ ইউরো

- আন্তর্জাতিক বিমান টিকিট

- স্বাস্থ্যবীমা ও বাড়ি ভাড়া সহায়তা

- পরিবারের সদস্যদের জন্য অতিরিক্ত ভাতা

- গবেষণা ও অধ্যয়ন ভর্তুকি

- ৬ মাস মেয়াদি জার্মান ভাষা কোর্স

আবেদনের যোগ্যতা:

- স্নাতক ডিগ্রি থাকতে হবে

- সর্বশেষ ডিগ্রি অর্জনের ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে

- আবেদনকারীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে

- আবেদন ইংরেজি বা জার্মান ভাষায় করতে হবে

- সার্টিফিকেটসহ প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে

আবেদনের শেষ তারিখ:

৩১ জুলাই ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo